৬৪ পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা

  • আপডেটের সময়: ১২:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
  • / 332

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়ায় পৌরসভার নির্বাচনগুলো ধাপে ধাপে হচ্ছে। পৌরসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের পর এবার তৃতীয় ধাপের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ৩০ জানুয়ারি ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।

মো. আলমগীর বলেন, এ ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়। সর্বশেষ ২০১৫ সালে ২৪ নবেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বর্তমানে ধাপে ধাপে পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করছে নির্বাচন কমিশন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


৬৪ পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেটের সময়: ১২:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে পিছিয়ে যাওয়ায় পৌরসভার নির্বাচনগুলো ধাপে ধাপে হচ্ছে। পৌরসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের পর এবার তৃতীয় ধাপের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ৩০ জানুয়ারি ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।

মো. আলমগীর বলেন, এ ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ৩ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ১০ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়। সর্বশেষ ২০১৫ সালে ২৪ নবেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বর্তমানে ধাপে ধাপে পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করছে নির্বাচন কমিশন।