পাবজি, ফ্রি ফায়ার, গেমে আসক্ত হচ্ছে শিক্ষার্থীরা

  • আপডেটের সময়: ০১:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
  • / 342

 

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

করোনাভাইরাসের প্রভাবে দেশব্যাপী স্কুল-কলেজ বন্ধ থাকায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে।

অনলাইন গেমের ফাঁদে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে। এ অনলাইন গেমের প্রতি আসক্তি এতটাই বেড়েছে যে, অনলাইনে লেখাপড়া বাদ দিয়ে মোবাইল গেমের বুঁধ হয়ে থাকছে তারা।

শিক্ষার্থীরা লেখাপড়া বাদ দিয়ে এভাবে অনলাইন গেম খেললে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলে অনেকে মনে করছেন। এছাড়া অভিভাবকরা সচেতন না হলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও মত তাদের।

অনুসন্ধানে জানা গেছে, খোলা জায়গা, রাস্তার মোড়ে মোড়ে, চায়ের দোকানে বসে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুবকরা তিন থেকে চারজন মিলে অনলাইন গেম পাবজি, ফ্রি ফায়ার, লুডুসহ বিভিন্ন ধরনের গেম খেলছে। ফলে দিন দিন গেমের প্রতি আসক্তি বাড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের। পাবজি প্লেয়ার্স আননোন ব্যাটেল গ্রাউন্ড বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অনলাইলন গেম বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা সুত্রে জানা গেছে, বর্তমানে উপমহাদেশে কয়েকগুণ বেড়েছে এ গেমের জনপ্রিয়তা। মোবাইল ফোন এবং কম্পিউটার দুটোতেই খেলা যায় এ গেম। তবে উপমহাদেশে পাবজির কম্পিউটার ভার্সনের থেকে মোবাইল ভার্সনটিই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

অভিভাবকরা মনে করেন, অনলাইন গেম বন্ধ করা না গেলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সূত্রমতে, চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম মহামারি কভিড-১৯ শনাক্ত হয়। এরপর সংক্রমণ প্রতিরোধে সরকার লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণা করার পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


পাবজি, ফ্রি ফায়ার, গেমে আসক্ত হচ্ছে শিক্ষার্থীরা

আপডেটের সময়: ০১:০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০

 

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

করোনাভাইরাসের প্রভাবে দেশব্যাপী স্কুল-কলেজ বন্ধ থাকায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে।

অনলাইন গেমের ফাঁদে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে নানাভাবে। এ অনলাইন গেমের প্রতি আসক্তি এতটাই বেড়েছে যে, অনলাইনে লেখাপড়া বাদ দিয়ে মোবাইল গেমের বুঁধ হয়ে থাকছে তারা।

শিক্ষার্থীরা লেখাপড়া বাদ দিয়ে এভাবে অনলাইন গেম খেললে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলে অনেকে মনে করছেন। এছাড়া অভিভাবকরা সচেতন না হলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলেও মত তাদের।

অনুসন্ধানে জানা গেছে, খোলা জায়গা, রাস্তার মোড়ে মোড়ে, চায়ের দোকানে বসে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুবকরা তিন থেকে চারজন মিলে অনলাইন গেম পাবজি, ফ্রি ফায়ার, লুডুসহ বিভিন্ন ধরনের গেম খেলছে। ফলে দিন দিন গেমের প্রতি আসক্তি বাড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের। পাবজি প্লেয়ার্স আননোন ব্যাটেল গ্রাউন্ড বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অনলাইলন গেম বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা সুত্রে জানা গেছে, বর্তমানে উপমহাদেশে কয়েকগুণ বেড়েছে এ গেমের জনপ্রিয়তা। মোবাইল ফোন এবং কম্পিউটার দুটোতেই খেলা যায় এ গেম। তবে উপমহাদেশে পাবজির কম্পিউটার ভার্সনের থেকে মোবাইল ভার্সনটিই বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

অভিভাবকরা মনে করেন, অনলাইন গেম বন্ধ করা না গেলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সূত্রমতে, চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম মহামারি কভিড-১৯ শনাক্ত হয়। এরপর সংক্রমণ প্রতিরোধে সরকার লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণা করার পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।