গাংনীতে ফেন্সিডিলসহ আটক-২
- আপডেটের সময়: ১২:০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / 264
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে ভবানীপুর ক্যাম্প পুলিশ।
বৃহস্পতিবার ভোরে একই উপজেলার চরগোয়ালগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার কাজিপুর গ্রামের মধ্যপাড়ার মৃত আমির ফরাজীর ছেলে কাবিল উদ্দিন (৫০) ও একই এলাকার মৃত মোকছেদের ছেলে রেজাউল হক(৩৫)।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম এম জি জি এম মাধ্যমিক বিদ্যালয়ের পাশ দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই বক্তিয়ার, এএসআই জসীমউদ্দীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে কাবিল উদ্দিন ও রেজাউল কে ৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
ট্যাগ :



























