নীলফামারীতে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন
- আপডেটের সময়: ০৪:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / 262
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বিরোধীতার নামে জনমনে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
.
নীলফামারী জেলা মহিলা আ’লীগের আয়োজনে বুধবার (২ডিসেম্বর) জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে উক্ত কর্মসুচী পালন করা হয়।
.
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
.
জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদা খানমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতনা সিনহা, সাংগঠনিক সম্পাদক শিল্পি রায়, জেলা যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তি, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী প্রমুখ।
.
প্রধান অতিথি দেওয়ান কামাল আহমেদ বলেন, জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বিরোধীতার নামে বিএনপি জামাতের মদদপুষ্ট উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠি জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ তারা বিভ্রান্তি ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় কিন্তু মানুষ সজাগ রয়েছে। তাদের বিভ্রান্তিতে কান না দিয়ে তাদের প্রত্যাখ্যান করেছে। সমাবেশের পূর্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ট্যাগ :



























