“চাওয়া পাওয়ার শুন্য জীবন”
- আপডেটের সময়: ০৫:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / 275
রাজীব আহমেদ খান:
আমার ভবঘুরে জীবনের হিসেব মিলাতে চাইনা,
আমি যে সময়ের কাছে ঋণী তাই নেই কোন বায়না,
সব দিয়েছি বিসর্জন স্বপ্ন সুখস্মৃতি আশার ঝর্না,
প্রেম প্রীতি ভালবাসা এগুলো সব প্রহসন
আমার তা হয়ে গেছে জানা।
আমার দীপ্তিশালী চাওয়া-পাওয়া অপূর্ণতায় অক্ষত চিরকাল।
.
নির্বাসনে সুখ পাখি অযাচিত কষ্ট অপার।
আমি এক পরিপূর্ণ ব্যর্থতার গীতি ইচ্ছের হিসেব নিকেশ
অভাগা মুখথুবড়ে পড়া নোংরা নিয়তি
হৃদয়ের অন্তরালে চলছে কষ্টের মহাউত্সব;
.
বড়ই হিংস্র উৎসবের উল্লাস জীবন শক্তি করে চলছে হ্রাস,
কষ্টের লেলিহান শিখায় জ্বলছে অবিরাম
সেথায় নিজ সত্তা অবিরত সক্রিয় শত্রুতায়।
সমুদ্ভাসিত অবশিষ্ট স্বপ্নরা বিলুপ্ত রিক্ততায়।
.
জানি সব চাওয়া হয় না পূরণ
তবে আমার কেন চাওয়া-পাওয়ার
শুন্য জীবন?
অবাধ্য কল্পলোকে আমার প্রাপ্তি
বিশালতার উপমায় আকাশের নীল ছুঁয়েছি ;
.
আকাশ তৃপ্ত হয়েছে কিনা!
জানি না তবে আমি অতৃপ্তই রয়েছি।
জলতরঙ্গের মহাঅতলে সমুদ্র তলদেশে ডুব দিয়ে প্রাণ করতে
চেয়েছি অমৃতসুধা;
.
এতে আমার কোন লাভ হয়নি
বইকি পর্যায়ক্রমে বেড়েছে মৃত্যুক্ষুধা।
এখানে আমি বড্ড অসহায়
আমি যে আমাকেই চিনি না
শুধুশুধু পণ্ডশ্রম অযথা বৃথা।
.
প্রজ্বলিত দাবানলে নিক্ষেপ করলাম
আমার সমস্ত মুগ্ধতা জ্বলেপুড়ে
খাক হয়েও উজ্জীবিত তারা ছড়ায় স্নিগ্ধতা।
.
ঠিক তখনই ইচ্ছেরা প্রতারণার আশ্রয় পূর্ণতা
চায় তবুও ফেরারি ইচ্ছের স্বীগ্ধতাকে স্পর্শ করা,
অপূর্ণতা ঢেকে যায়।
.
স্বপ্নদের অপমৃত্যু হয় বৈরী সত্তায়
পরিপূর্ণ হয়ে কল্পনার মিশ্রিত জগতে;
হয়তো আমি এমনি করে হারিয়ে যাবো
ছেড়ে সরবর! হয়তো বা আমি ফিরে আসবো,
প্রদীপ্ত হতাশার আচড়ে বন্ধী হবো;
কোন এক অগোছালো বৈরী বর্ষায়।
ট্যাগ :



























