নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাইকেল শোভাযাত্রা ও গণ-সমাবেশ

- Update Time : ০৮:২২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / 173
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নোয়াখালীতে সাইকেল শোভাযাত্রা ও গণ-সমাবেশ হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মুজিব চত্ত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে শেষ হয়।
এ সময় সাইকেল চালিয়ে শোভাযাত্রাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান ও পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। পার্টিসিপেটরি রিচার্স এ্যাকশন নেটওয়ার্ক প্রাণ, জেলা স্কাউট ও এ্যাকশন এইড বাংলাদেশ এর উদ্যোগে এ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এর আগে ১১টায় মুজিব চত্ত্বরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে ‘নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশ’ শীর্ষক একটি প্রতিবাদী গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
Tag :