বাউচ উৎসবে মেতেছে কালিয়াকৈরের মানুষ

  • Update Time : ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • / 201
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী বাউচ উৎসবে মেতে উঠেছেন গ্রাম বাংলার মৎসপ্রেমীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালী ইউনিয়নের উজান বিলে এ মাছ ধরার উৎসব শুরু হয়।

জানা গেছে, দূরদুরান্ত থেকে মৎসপ্রেমীরা ট্রাক, ভ্যান, বাইসাইকেল, মোটরসাইকেলে করে মাছ ধরার যন্ত্রপাতি নিয়ে এখানে উপস্থিত হয়। মেতে উঠেন মাছ ধরায়। বোয়াল, শোল, গজার, মাগুর ছাড়াও দেশীয় নানা প্রজাতির মাছ শিকার করেন তারা।

এখানে আসা মৎস প্রেমিরা বলেন, ‘প্রতিবছর আসি এখানে মাছ ধরতে। অনেক বড় বড় মাছ পাওয়া যায় এখানে। অনেকে আবার মাছ না ধরলেও উৎসবের আনন্দ উপভোগ করতে ছুটে আসেন।‘

রিপন আহম্মেদ নামে এক স্কুলশিক্ষক বলেন, ‘প্রতিবছর এই বিলে বাউচ উৎসব হয়। সারাবছর পানি থাকার কারণে বিপুল পরিমাণ মাছ থাকে এখানে। বর্ষার শেষের দিকে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে এখানে মাছ ধরে।

Tag :

Please Share This Post in Your Social Media


বাউচ উৎসবে মেতেছে কালিয়াকৈরের মানুষ

Update Time : ০৪:৪৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী বাউচ উৎসবে মেতে উঠেছেন গ্রাম বাংলার মৎসপ্রেমীরা। মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালী ইউনিয়নের উজান বিলে এ মাছ ধরার উৎসব শুরু হয়।

জানা গেছে, দূরদুরান্ত থেকে মৎসপ্রেমীরা ট্রাক, ভ্যান, বাইসাইকেল, মোটরসাইকেলে করে মাছ ধরার যন্ত্রপাতি নিয়ে এখানে উপস্থিত হয়। মেতে উঠেন মাছ ধরায়। বোয়াল, শোল, গজার, মাগুর ছাড়াও দেশীয় নানা প্রজাতির মাছ শিকার করেন তারা।

এখানে আসা মৎস প্রেমিরা বলেন, ‘প্রতিবছর আসি এখানে মাছ ধরতে। অনেক বড় বড় মাছ পাওয়া যায় এখানে। অনেকে আবার মাছ না ধরলেও উৎসবের আনন্দ উপভোগ করতে ছুটে আসেন।‘

রিপন আহম্মেদ নামে এক স্কুলশিক্ষক বলেন, ‘প্রতিবছর এই বিলে বাউচ উৎসব হয়। সারাবছর পানি থাকার কারণে বিপুল পরিমাণ মাছ থাকে এখানে। বর্ষার শেষের দিকে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে এখানে মাছ ধরে।