নড়াইলে কিশোরীদের নবান্ন উৎসব

  • Update Time : ১০:০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • / 176
মো: মিনহাজুল ইসলাম,নড়াইল সংবাদদাতা:
নড়াইলে তুলারামপুর রাজধানীপাড়া কিশোরী ক্লাবের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবান্ন উৎসব পালিত হয়েছে। রবিবার রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন ও পল্লী কর্ম সহয়ক ফাউন্ডেশন পরিচালিত তুলারামপুর রাজধানীপাড়া কিশোরী ক্লাবের উদ্যোগে এ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশুদের মোরগ লড়াই, কিশোরীদের বস্তা দৌড় ও মহিলাদের বালিশ খেলা।
.
বিকেলবেলা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লাঠি খেলা, যৌতুক বিরোধী নাটিকা, আবৃতি, গান ও নৃত্য প্রতিযোগিতা। উৎসবের উল্লেখযোগ্য দিক ছিল, কচুরিপানার ফুল দিয়ে উৎসবে আমন্ত্রিত অতিথিদের বরণ। আলপনা আঁকা উঠানে বসে কলার পাতায় নতুন ধানের পায়েস দিয়ে দল বেঁধে পায়েস, নাড়ু, মোয়া ও গ্রামীন পিঠা খাওয়ার আয়োজন।সারি সারি কয়েকটি পুতুলের দোকান লাঠি খেলা ইত্যাদি।
.
এ সময় উপস্থিত ছিলেন, আর.আর.এফ এর নড়াইল শাখার ব্যবস্থাপক প্রবাদ কুমার, শিক্ষানুরাগী ও কবি একে মিন্টু, নড়াইল মনিকা একাডেমির পরিচালক শিল্পী সবুজ সুলতান ও আর.আর.এফ নড়াইল শাখার প্রকল্প কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বীণা প্রমুখ।
Tag :

Please Share This Post in Your Social Media


নড়াইলে কিশোরীদের নবান্ন উৎসব

Update Time : ১০:০৫:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
মো: মিনহাজুল ইসলাম,নড়াইল সংবাদদাতা:
নড়াইলে তুলারামপুর রাজধানীপাড়া কিশোরী ক্লাবের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবান্ন উৎসব পালিত হয়েছে। রবিবার রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন ও পল্লী কর্ম সহয়ক ফাউন্ডেশন পরিচালিত তুলারামপুর রাজধানীপাড়া কিশোরী ক্লাবের উদ্যোগে এ উৎসব পালন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশুদের মোরগ লড়াই, কিশোরীদের বস্তা দৌড় ও মহিলাদের বালিশ খেলা।
.
বিকেলবেলা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লাঠি খেলা, যৌতুক বিরোধী নাটিকা, আবৃতি, গান ও নৃত্য প্রতিযোগিতা। উৎসবের উল্লেখযোগ্য দিক ছিল, কচুরিপানার ফুল দিয়ে উৎসবে আমন্ত্রিত অতিথিদের বরণ। আলপনা আঁকা উঠানে বসে কলার পাতায় নতুন ধানের পায়েস দিয়ে দল বেঁধে পায়েস, নাড়ু, মোয়া ও গ্রামীন পিঠা খাওয়ার আয়োজন।সারি সারি কয়েকটি পুতুলের দোকান লাঠি খেলা ইত্যাদি।
.
এ সময় উপস্থিত ছিলেন, আর.আর.এফ এর নড়াইল শাখার ব্যবস্থাপক প্রবাদ কুমার, শিক্ষানুরাগী ও কবি একে মিন্টু, নড়াইল মনিকা একাডেমির পরিচালক শিল্পী সবুজ সুলতান ও আর.আর.এফ নড়াইল শাখার প্রকল্প কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বীণা প্রমুখ।