বেরোবি প্রতিনিধি:
অনার্স ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা নেয়ার দাবিতে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
.
আজ মঙ্গলবার (২৪শে নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্কের মোড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসেন তারা।
শিক্ষার্থীরা জানান, এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে ফাইনাল পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি।
আগামী দুই দিনের পরীক্ষা ও অনলাইন ক্লাস চালুর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন পদক্ষেপ না নিলে আবারো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।