এবার দামাল সিনেমায় জনপ্রিয় তরুণ অভিনেত্রী শাহনাজ সুমি

  • Update Time : ০৮:৩৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • / 235

মুক্তিযুদ্ধের সময় গঠিত হওয়া স্বাধীন বাংলা ফুটবল দল নিয়েই  ‘দামাল’ সিনেমা মির্মিত হচ্ছে।এই সিনেমায় শাহনাজ সুমি। ছাড়াও আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এ প্রজন্মের প্রতিভাবান অভিনেতা সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সুমিত সেনগুপ্ত, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা এ্যাগনেস ক্রুজ, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েছ চৌধুরী, আজম খান, সাঈদ বাবু, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিফা বাশার, মাজনুন মিজান, সৈয়দ নাজমুস সাকিব, লেনিন, রুবল লোদি, লিমন প্রমুখ।

‘দামাল’-এর গল্প লিখেছেন ফরিদুর রেজা সাগর। সেই গল্পে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। আগামী ২৫ নভেম্বর থেকে উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে।

নতুন সিনেমাতে অভিনয় প্রসঙ্গে শাহনাজ সুমি বলেন, ‘দামাল’ সিনেমাটি হচ্ছে গল্প প্রধান সিনেমা।সিনেমাটি নিয়ে পরিচালক রাফি ভাইয়ের সঙ্গে যখন আলাপ হয়।তখনই বুঝতে পেরেছি আমার চরিত্রটি চ্যালেঞ্জিং।সিনেমায় নিজের চরিত্র রুপদান করার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন। অসাধারণ একটা গল্পের সিনেমা পাবে দর্শক।আশা করি দর্শক সিনেমাটি দেখে হতাশ হবে না।

শাহনাজ সুমি। ২০১৭ সালে চ্যানেল আইয়ের ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেছিলেন।এরপর সালাউদ্দিন লাভলু পরিচালনায় ‘সোনার পাখি রুপার পাখি’ নামের নাটকটিতে বিজলি চরিত্রে অভিনয় করে বেশ প্রসংশিত হয়েছিলেন সুমি।এরপর তার অভিনীত বিজ্ঞাপনের একটিমাত্র সংলাপ ‘আরও ছোট করে দিন, যাতে এভাবে আর ধরা না যায়’ সমাজের বিবেককে প্রচণ্ড নাড়া দিয়ে গেছে।

প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত হয়েছিল জুঁই নারকেল তেলের বিজ্ঞাপনটির মাধ্যমে সুমি।এরপর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে কাজ করে দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই নৃত্যশিল্পী। ধীরে-ধীরে ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এখন তিনি সিনেমার নায়িকা।বর্তমানে সিনেমায় তার ধ্যান ও জ্ঞান।

Tag :

Please Share This Post in Your Social Media


এবার দামাল সিনেমায় জনপ্রিয় তরুণ অভিনেত্রী শাহনাজ সুমি

Update Time : ০৮:৩৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

মুক্তিযুদ্ধের সময় গঠিত হওয়া স্বাধীন বাংলা ফুটবল দল নিয়েই  ‘দামাল’ সিনেমা মির্মিত হচ্ছে।এই সিনেমায় শাহনাজ সুমি। ছাড়াও আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন এ প্রজন্মের প্রতিভাবান অভিনেতা সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সুমিত সেনগুপ্ত, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা এ্যাগনেস ক্রুজ, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েছ চৌধুরী, আজম খান, সাঈদ বাবু, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিফা বাশার, মাজনুন মিজান, সৈয়দ নাজমুস সাকিব, লেনিন, রুবল লোদি, লিমন প্রমুখ।

‘দামাল’-এর গল্প লিখেছেন ফরিদুর রেজা সাগর। সেই গল্পে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। আগামী ২৫ নভেম্বর থেকে উত্তরবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে।

নতুন সিনেমাতে অভিনয় প্রসঙ্গে শাহনাজ সুমি বলেন, ‘দামাল’ সিনেমাটি হচ্ছে গল্প প্রধান সিনেমা।সিনেমাটি নিয়ে পরিচালক রাফি ভাইয়ের সঙ্গে যখন আলাপ হয়।তখনই বুঝতে পেরেছি আমার চরিত্রটি চ্যালেঞ্জিং।সিনেমায় নিজের চরিত্র রুপদান করার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন। অসাধারণ একটা গল্পের সিনেমা পাবে দর্শক।আশা করি দর্শক সিনেমাটি দেখে হতাশ হবে না।

শাহনাজ সুমি। ২০১৭ সালে চ্যানেল আইয়ের ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মধ্যদিয়ে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেছিলেন।এরপর সালাউদ্দিন লাভলু পরিচালনায় ‘সোনার পাখি রুপার পাখি’ নামের নাটকটিতে বিজলি চরিত্রে অভিনয় করে বেশ প্রসংশিত হয়েছিলেন সুমি।এরপর তার অভিনীত বিজ্ঞাপনের একটিমাত্র সংলাপ ‘আরও ছোট করে দিন, যাতে এভাবে আর ধরা না যায়’ সমাজের বিবেককে প্রচণ্ড নাড়া দিয়ে গেছে।

প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত হয়েছিল জুঁই নারকেল তেলের বিজ্ঞাপনটির মাধ্যমে সুমি।এরপর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন চিত্রে কাজ করে দর্শক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই নৃত্যশিল্পী। ধীরে-ধীরে ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এখন তিনি সিনেমার নায়িকা।বর্তমানে সিনেমায় তার ধ্যান ও জ্ঞান।