করোনায় আক্রান্ত নায়ক বাপ্পারাজ ও সম্রাট

  • Update Time : ০৭:২৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • / 202
নিজস্ব প্রতিবেদক:
পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন প্রয়াত নায়করাজ রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট। বর্তমানে আইসোলেশনে আছেন তারা। দুই ছেলে আক্রান্ত হলেও এখনও নিরাপদে আছেন তাদের মা খায়রুন্নেছা লক্ষী। দেশীয় একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাপ্পারাজ।

তিনি বলেন, ‘পুরো করোনাকালে আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি। তারপরও কীভাবে কী হলো, বুঝিনি। আমার কথা হলো, করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই স্বাস্থ্যবিধি মানুন। আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতো বাসাতে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। দোয়া করবেন আমাদের জন্য।’
.
জানা গেছে,  সপ্তাহখানেক আগে নায়ক সম্রাট, বাপ্পারাজ এবং তাদের স্ত্রী-সন্তানেরা করোনায় আক্রান্ত হন। বাদ যাননি তাদের গৃহপরিচারিকাও। নায়করাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষী আপাতত উনার বোনের বাসায় আছেন। সংক্রমণ এড়াতেই ছেলেদের থেকে আলাদা রাখা হয়েছে তাকে।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনায় আক্রান্ত নায়ক বাপ্পারাজ ও সম্রাট

Update Time : ০৭:২৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক:
পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন প্রয়াত নায়করাজ রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট। বর্তমানে আইসোলেশনে আছেন তারা। দুই ছেলে আক্রান্ত হলেও এখনও নিরাপদে আছেন তাদের মা খায়রুন্নেছা লক্ষী। দেশীয় একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাপ্পারাজ।

তিনি বলেন, ‘পুরো করোনাকালে আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি। তারপরও কীভাবে কী হলো, বুঝিনি। আমার কথা হলো, করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই স্বাস্থ্যবিধি মানুন। আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতো বাসাতে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। দোয়া করবেন আমাদের জন্য।’
.
জানা গেছে,  সপ্তাহখানেক আগে নায়ক সম্রাট, বাপ্পারাজ এবং তাদের স্ত্রী-সন্তানেরা করোনায় আক্রান্ত হন। বাদ যাননি তাদের গৃহপরিচারিকাও। নায়করাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষী আপাতত উনার বোনের বাসায় আছেন। সংক্রমণ এড়াতেই ছেলেদের থেকে আলাদা রাখা হয়েছে তাকে।