মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরআগে, রাত ১১টা ৪৭ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। আগুন মাত্রা বেড়ে যাওয়ায় আরও ৩ ইউনিট সেখানে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কান্ট্রোল রুম থেকে ফরহাদুল আলম জানান, কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এছাড়া হতাহত হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।