ফিরেই অর্জনের সামনে সাকিব আল হাসান

- Update Time : ০৬:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / 209
সর্বশেষ যে ম্যাচটি সাকিব আল হাসান খেলেছেন সেটিও ছিল টি২০ ফরমেটে। গত বছর ১২ অক্টোবর ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে সর্বশেষ ম্যাচটি খেলেন। ৪০৯ দিন পর আজ আবার মাঠে নামবেন সাকিব। বিশ্ব টি২০ ক্রিকেটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা সাকিব ফিরছেন টি২০ ক্রিকেট দিয়েই। এই ফেরার পর থেকেই শুরু হবে তার রেকর্ড ভাঙ্গা-গড়ার অভিযান। টি২০ ক্রিকেটে এখন পর্যন্ত ব্যাট হাতে ৪ হাজার ৯৭০ রান করেছেন। আর ৩০ রান হলেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই ফরমেটে ৫ হাজার রানের মালিক হবেন সাকিব।
বাঁহাতি স্পিনে শিকার ৩৫৪ উইকেট। বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি২০ ক্রিকেটে ৪০০ উইকেট নিতে এখনও অনেক দেরি। বঙ্গবন্ধু টি২০ কাপে তিনি খেলবেন জেমকন খুলনার হয়ে। এই আসরে সর্বনিম্ন ৮ ম্যাচ খেলার সুযোগ পেলেও হয়তো উইকেটের রেকর্ডটা গড়া সম্ভব হবে না। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আজ ফরচুন বরিশালের বিরুদ্ধে শুরু হবে সাকিবের নতুন পথচলা। আইসিসির ১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের নতুন শুরুর আগে জাতীয় দলে তার দীর্ঘদিনের ৩ সতীর্থ তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন শুভ কামনা।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ছোবলে সারাবিশ্বেই তেমন ম্যাচ হয়নি। তাই চলতি বছর ২৯ অক্টোবর নিষেধাজ্ঞামুক্ত হয়েই ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে এবং টি২০তে দুই নম্বরে ফেরেন সাকিব। অপেক্ষা ছিল শুধু ম্যাচে ফেরার। সেই অপেক্ষারও অবসান ঘটতে চলেছে আজ। ৫ দলের বঙ্গবন্ধু টি২০ কাপে তিনি নিজ বিভাগ খুলনার ফ্র্যাঞ্চাইজির হয়েই শুরু করবেন নতুন করে। প্রায় ১৪ মাস পর আবার ব্যাট-বল হাতে নামবেন সাকিব। আর এদিনই হয়ে যেতে পারে তার একটি রেকর্ড। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে টি২০ ফরমেটে ৫ হাজার রান পূর্ণ হবে আজ বরিশালের বিরুদ্ধে ৩০ রান করলেই। বিশ্বের ৬৫ নম্বর ব্যাটসম্যান হিসেবে সেই কীর্তি গড়বেন তিনি। বাংলাদেশীদের মধ্যে তামিম করেছেন ২০৯ টি২০ ম্যাচে সর্বাধিক ৫৮৪৯ রান। সাকিবের রান ৩০৮ ম্যাচে ৪৯৭০। এই ম্যাচে ৩০ রান করতে পারলে একটি অলরাউন্ড রেকর্ডও হবে তার।
ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি২০ ফরমেটে ৫ হাজার রান ও ৩৫০ উইকেট শিকারের অনন্য কীর্তিতে দ্বিতীয় ক্রিকেটার হবেন সাকিব। ব্রাভো ৪৭১ টি২০ খেলে ৬৩৩১ রান করেছেন এবং ৫১২ উইকেট নিয়েছেন। এই ফরমেটে বিশ্বের টি২০ ইতিহাসে উইকেট শিকারের ক্ষেত্রে ৬ নম্বরে আছেন সাকিব। ৪৬ উইকেট শিকার করতে পারলেই দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ টি২০ উইকেটের মালিক হবেন তিনি। তবে বঙ্গবন্ধু টি২০ কাপে হয়তো তা সম্ভব হবে না। কারণ সর্বোচ্চ ১১ এবং সর্বনিম্ন ৮ ম্যাচ খেলার সুযোগ পাবেন এই আসরে। তবে অনেকের চেয়ে এগিয়ে যাওয়ার একটা সুযোগ আছে এই আসরেই।
সাকিবের ফেরার অপেক্ষায় আছেন বাংলাদেশের কোটি কোটি ক্রিকেটভক্ত-সমর্থকসহ ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই। সেইসঙ্গে অপেক্ষায় আছেন সতীর্থ ক্রিকেটাররাও। দীর্ঘদিন জাতীয় দলে একসঙ্গে খেলেছেন তামিম, মুশফিক ও রিয়াদ। খুলনায় সাকিবের সতীর্থ হয়ে খেলবেন রিয়াদ। দলটির অধিনায়কও রিয়াদ।
তিনি বলেছেন, ‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি সাকিবের যে ক্যালিবার, যে সক্ষমতা, আমার মনে হয় না যে ওটার কোন প্রশ্ন থাকবে ওর অর্জন, ওর পারফর্মেন্সের ক্ষেত্রে। তো আমি বিশ্বাস করি ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। ওই জড়তা আমি দেখছি না, আমার মনে হয় যে ও খুব উদগ্রীব খেলার জন্য, আর মুখিয়ে আছে ভাল খেলতে।’ আজকের ম্যাচে তামিমের দল বরিশালের প্রতিপক্ষ খুলনা। ফেরার ম্যাচেই বন্ধু তামিমকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন সাকিব।
এ বিষয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম বলেন, ‘আমি নিশ্চিত ওর (সাকিব) জন্য অনেক বড় দিন। কারণ ও প্রায় ১ বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ ওর ক্যালিবারের মতো প্লেয়ার ফেরত আসছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে। যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করব ও যত কম প্রভাব ফেলতে পারে। দিনশেষে আমি খুশি যে ফিরছে, আমি নিশ্চিত সে নিজের সেরাটা দিয়েই খেলবে।’ জাতীয় দলের আরেক দীর্ঘ সময়ের সতীর্থ মুশফিক এ অলরাউন্ডারের ফেরা নিয়ে বলেন, কেবল আমি না, আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সে নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং আমাদের এক নাম্বার খেলোয়াড়।