মায়ের কিডনি নিয়েও শেষরক্ষা হলো না অভিনেত্রীর

  • Update Time : ০৫:৫২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
  • / 207
বিনোদন ডেস্ক

না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় টিভি অভিনেত্রী লীনা আচার্য। শনিবার দিল্লিতে কিডনিজনিত সমস্যায় তিনি মারা গেছেন। খবর ইন্ডিয়া টুডে

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় দেড় বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন লীনা। লীনাকে সুস্থ করার জন্য তার মা একটি কিডনিও দান করেছিলেন। তারপড়েও শেষরক্ষা হয়নি।

প্রথমে রটেছিল, করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। পরে অবশ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয় কিডনি বিকল হওয়ার কারণেই মারা যান লীনা।

ইন্ডিয়া টুডে আরো জানিয়েছে, প্রায় দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী। লীনার মা মেয়েকে বাঁচাতে একটি কিডনিও তাকে দান করেছিলেন। কিন্তু সেটি তার দেহে ঠিকমতো কাজ করেনি।

লীনার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তার সহ-অভিনেতা ও অভিনেত্রীরা।

২০১৮ সালে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘হিচকি’ ছবিতে দেখা যায় লীনা আচার্যকে। এ বছরের শুরুতে ওয়েব শো ‘ক্লাস অব ২০২০’-এ দেখা গেছে লীনাকে। টেলি শো ‘শেঠজি আপকে আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’তে অভিনয় করেছিলেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media


মায়ের কিডনি নিয়েও শেষরক্ষা হলো না অভিনেত্রীর

Update Time : ০৫:৫২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
বিনোদন ডেস্ক

না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় টিভি অভিনেত্রী লীনা আচার্য। শনিবার দিল্লিতে কিডনিজনিত সমস্যায় তিনি মারা গেছেন। খবর ইন্ডিয়া টুডে

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় দেড় বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন লীনা। লীনাকে সুস্থ করার জন্য তার মা একটি কিডনিও দান করেছিলেন। তারপড়েও শেষরক্ষা হয়নি।

প্রথমে রটেছিল, করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। পরে অবশ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয় কিডনি বিকল হওয়ার কারণেই মারা যান লীনা।

ইন্ডিয়া টুডে আরো জানিয়েছে, প্রায় দুই বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন এই অভিনেত্রী। লীনার মা মেয়েকে বাঁচাতে একটি কিডনিও তাকে দান করেছিলেন। কিন্তু সেটি তার দেহে ঠিকমতো কাজ করেনি।

লীনার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তার সহ-অভিনেতা ও অভিনেত্রীরা।

২০১৮ সালে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ‘হিচকি’ ছবিতে দেখা যায় লীনা আচার্যকে। এ বছরের শুরুতে ওয়েব শো ‘ক্লাস অব ২০২০’-এ দেখা গেছে লীনাকে। টেলি শো ‘শেঠজি আপকে আ জানে সে’, ‘মেরি হানিকারক বিবি’তে অভিনয় করেছিলেন তিনি।