রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডেমরা রোডের পুরাতন মোল্লা কলেজের পাশে কোনাবাড়ি ভাঙ্গাপ্রেস এলাকায় একটি গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আড়াই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ভাঙারি মালামাল, ককশিটের গোডাউন, কেমিক্যাল ও রঙের গোডাউনসহ নানা ধরনের অন্তত ৩৫টি দোকান ও গুদাম পুড়ে যায়। তাৎক্ষণিক আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, এসব গুদাম ও দোকানে অগ্নি নিয়ন্ত্রণের কোনও ব্যাবস্থা ছিলনা। তবে, তদন্ত কমিটি গঠন করে অগ্নিকাণ্ডের লাগার কারণ খুঁজে বের করা হবে বলেও জানান হাফিজুর রহমান।