রাণীনগরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

- Update Time : ০৩:০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / 171
মো: আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আগামী ১০ ডিসেম্বর উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রবিবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবুল হাসনাত খাঁন হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ রানা জুয়েল, দপ্তর সম্পাদক আবু তালেব জলসা প্রমূখ।