সুন্দরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমানের উঠান বৈঠক

- Update Time : ০৩:০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / 223
সুন্দরগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও সর্বানন্দ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান সরদারের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার রাতে সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ গ্রামের একরাম মিয়ার উঠানে সোহান মিয়ার সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী ও জাপার মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান সরদার।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহিদুল মোল্লা, জাহিদুল ইসলাম, হেলাল উদ্দিন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে মশিউর রহমান সরদার বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ও চেতনাকে ধারণ করে রাজনীতিতে প্রবেশ করেছি। নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য আমি গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলাম। সামান্য কিছু ভোটের জন্য নির্বাচিত হতে পারিনি। তাই এবারও আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকায় খেলার মাঠ নির্মাণ, রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নতসহ দীর্ঘমেয়াদি টেকসই রাস্তা নির্মাণ করবো। সে লক্ষ্যেই দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা-প্রতিষ্ঠান, খেলাধুলা ও গরীব অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা করে আসছি। ইতিমধ্যে সকলের সহযোগিতায় বিভিন্ন রাস্তা-ঘাট সংস্কার করেছি। চলমান মহামারি করোনা ভাইরাসের সময়ে জনসচেতনতা, মাস্ক, জীবাণুনাশক,চাল,ডাল বিতরণ করেছি। আমি নির্বাচিত হলে এলাকায় সর্বপ্রথম চিকিৎসা সেবার জন্য একটা ফ্রী এম্বুলেন্স সার্ভিস উপহার দিব। সকলকে সাথে নিয়ে পরিকল্পিত ইউনিয়ন গড়ে তুলব এবং সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত সমাজ ও দুর্নীতিসহ সকল অপরাধ সমাজ থেকে দূর করবো ইনশাআল্লাহ।
উঠান বৈঠক শেষে মশিউর রহমান সরদার এলাকার সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।