ডোমারে ৯৫ পিচ ইয়াবা সহ মাদক কারবারী লিটু আটক।

- Update Time : ০৫:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / 188
মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ৯৫ পিচ ইয়াবা সহ নুরল আলম লিটু (৪০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
.
শুক্রবার (২১ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার উপজেলার মাদ্রাসা মোড় রব্বুর সারের গোডাউনের সামনে থেকে ৯৫ পিচ ইয়াবা সহ মাদক কারবারী লিটুকে হাতে নাতে আটক করে ডোমার থানা পুলিশ।
.
ডোমার থানা সুত্রে জানাযায়, শুক্রবার রাত সোয়া এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই রিমেলের নেতৃত্বে এসআই গোলাম মোস্তফা, লিটন হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯৫ পিচ ইয়াবা সহ লিটুকে আটক করে। লিটু গত কয়েক মাস ধরে চিকনমাটী ময়দান পাড়া এলাকায় বসবাস করে আসছেন।
.
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ইয়াবা সহ লিটুকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার নামে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলের ১০ এর (ক) ধারায় মামলা নং- ১১ তারিখ ২১/১১/২০২০ইং দায়ের করা হয়েছে। এবং শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে , নুরল আলম লিটু কক্সবাজার জেলা সদরের উওর লরাবাগ শিকদার পাড়া এলাকার মৃত মনির ভক্তের ছেলে।
Tag :