পল্টনে বাসে আগুন: মূল পরিকল্পনাকারীসহ তিনজন শনাক্ত

  • Update Time : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • / 236

ডিবি পুলিশ বলছে, নয়াপল্টনে বাসে অগ্নিসংযোগের ঘটনায় আশপাশের এলাকা থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজ দেখে অগ্নিসংযোগকারী তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, ’সিসিটিভি ফুটেজ দেখে নয়াপল্টনে বাসে আগুন দেয়ার ঘটনায় পরিকল্পনাকারীসহ তিনজনকে শনাক্ত করা হয়েছে।’

তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে আপাতত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। খুব শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার (১২ই নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নয়াপল্টনে, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, পুরান ঢাকার নয়াবাজারে, পল্টন, মতিঝিল ও ভাটারায় নয়টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে তিনটি সরকারি। পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে পার্ক করে রাখা একটি সরকারি বাসে প্রথম আগুন দেয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


পল্টনে বাসে আগুন: মূল পরিকল্পনাকারীসহ তিনজন শনাক্ত

Update Time : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০

ডিবি পুলিশ বলছে, নয়াপল্টনে বাসে অগ্নিসংযোগের ঘটনায় আশপাশের এলাকা থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজ দেখে অগ্নিসংযোগকারী তিনজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, ’সিসিটিভি ফুটেজ দেখে নয়াপল্টনে বাসে আগুন দেয়ার ঘটনায় পরিকল্পনাকারীসহ তিনজনকে শনাক্ত করা হয়েছে।’

তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে আপাতত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। খুব শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার (১২ই নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নয়াপল্টনে, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, পুরান ঢাকার নয়াবাজারে, পল্টন, মতিঝিল ও ভাটারায় নয়টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে তিনটি সরকারি। পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে পার্ক করে রাখা একটি সরকারি বাসে প্রথম আগুন দেয়া হয়।