নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
চাঁদগাঁও পুরাতন কালুঘাটের একটি ভবনে এই অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ।
আজ শুক্রবার বিকেলে লালদিঘী পাড়ে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, আটক ব্যাক্তি দীর্ঘদিন ধরে নামিদামী ওষুধ কোম্পানির নাম ব্যবহার করে নকল ওষুধ তৈরি করে বাজারে বিক্রি করতেন।
দেশে যৌন উত্তেজক ওষুধের চাহিদা বেশি থাকায় মূলত যৌন উত্তেজক ওষুধ বেশি বিক্রি করতেন। পাশাপাশি অন্য রোগেরও নকল ওষুধ তৈরি করে পরিচিত ফার্মেসিতে বিক্রি করতেন।
এর জন্য ঢাকা ও গাজীপুরের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এই ব্যবসা চালিয়ে আসছিলেন ওই ব্যক্তি। অভিযান চালিয়ে কারখানাটি থেকে ২০ লাখ টাকা মূল্যের নকল ওষুধ উদ্ধার করা হয়েছে।
ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত বন্ধে ডিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।