মতলবে মকবুল-২ লঞ্চে দুর্ধর্ষ ডাকাতি

  • Update Time : ০৪:৫৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • / 257

 ইব্রাহিম জীবন:

গতকাল রাত ৯ টার সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী লঞ্চ মকবুল -২ ডাকাতির শিকার হয় যাত্রীরা। ষাটনলের কাছাকাছি আসলে রাত আনুমানিক ১০ টার সময় এই ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ১৫/২০ জনের মত ডাকাত দল দেশী/ বিদেশি অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয় যাত্রীদের কাছ থেকে।

যাত্রীদের মারধর ও করে ডাকাত দল। এতে যাত্রীরা আতংকিত হয়ে পড়ে।কেউ নদীতে ঝাঁপ দিয়েছে জীবন রক্ষার জন্য। গত এক বছরে মতলবের মানুষ নদীপথে কমপক্ষে ১০ বার ডাকাতির শীকার হয়। কখনো ট্রলারে,কখনো বা লঞ্চে। মতলবের মানুষ যারা প্রতিনিয়ত নারায়ণগঞ্জ থেকে মতলবে আসা যাওয়া করে নদী পথে। তারা এই নদী পথটা ভুলে যাবে গতকাল রাতের ঘটনার পর। সাধারণ মানুষ কাদের উপর আস্তা রাখবে? নৌপুলিশ কি করে? নৌ পুলিশের কাজ কি?

নৌ পুলিশের কাজ হচ্চে নৌপথে সকল জান ও মালের নিরাপত্তা দেওয়া। যদি সঠিকভাবে নিরাপত্তা দিত তাহলে একের পর এক ডাকাতির মত ঘটনা ঘটতো না। আজ কাল পুলিশের গাড়িতেও ডাকাতি হয়,কয়েকদিন পর হয়তো থানাতেও ডাকাতির মত ঘটনা ঘটবে।

পুলিশ প্রশাসন চাইলে নাকি সবসম্ভব।আমি নিজেও সেটা বিশ্বাস করি। নদী পথে ডাকাতির মত ঘটনার বন্ধ হবে আর কবে?? তারপরও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত এর কঠিন ব্যবস্হা নেওয়া হউক।আর যাতে এমন দুর্ধর্ষ ডাকাতির মত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Tag :

Please Share This Post in Your Social Media


মতলবে মকবুল-২ লঞ্চে দুর্ধর্ষ ডাকাতি

Update Time : ০৪:৫৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০

 ইব্রাহিম জীবন:

গতকাল রাত ৯ টার সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী লঞ্চ মকবুল -২ ডাকাতির শিকার হয় যাত্রীরা। ষাটনলের কাছাকাছি আসলে রাত আনুমানিক ১০ টার সময় এই ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ১৫/২০ জনের মত ডাকাত দল দেশী/ বিদেশি অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয় যাত্রীদের কাছ থেকে।

যাত্রীদের মারধর ও করে ডাকাত দল। এতে যাত্রীরা আতংকিত হয়ে পড়ে।কেউ নদীতে ঝাঁপ দিয়েছে জীবন রক্ষার জন্য। গত এক বছরে মতলবের মানুষ নদীপথে কমপক্ষে ১০ বার ডাকাতির শীকার হয়। কখনো ট্রলারে,কখনো বা লঞ্চে। মতলবের মানুষ যারা প্রতিনিয়ত নারায়ণগঞ্জ থেকে মতলবে আসা যাওয়া করে নদী পথে। তারা এই নদী পথটা ভুলে যাবে গতকাল রাতের ঘটনার পর। সাধারণ মানুষ কাদের উপর আস্তা রাখবে? নৌপুলিশ কি করে? নৌ পুলিশের কাজ কি?

নৌ পুলিশের কাজ হচ্চে নৌপথে সকল জান ও মালের নিরাপত্তা দেওয়া। যদি সঠিকভাবে নিরাপত্তা দিত তাহলে একের পর এক ডাকাতির মত ঘটনা ঘটতো না। আজ কাল পুলিশের গাড়িতেও ডাকাতি হয়,কয়েকদিন পর হয়তো থানাতেও ডাকাতির মত ঘটনা ঘটবে।

পুলিশ প্রশাসন চাইলে নাকি সবসম্ভব।আমি নিজেও সেটা বিশ্বাস করি। নদী পথে ডাকাতির মত ঘটনার বন্ধ হবে আর কবে?? তারপরও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত এর কঠিন ব্যবস্হা নেওয়া হউক।আর যাতে এমন দুর্ধর্ষ ডাকাতির মত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।