আজ বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান সংসদ নেতা।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আগাম ভেকসিন বুকিং দিয়ে রেখেছি। করোনা মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিশুদের ঝুঁকিতে ফেলা হবে না বলেও সংসদকে জানিয়ে দেন।
এ সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, বঙ্গবন্ধু দেশের উন্নয়নের যে পরিবর্তনটা করতে চেয়েছিলেন, সেটা কেউ বুঝতে চেষ্টা করেনি। তিনি তা বোঝানোর সুযোগ পাননি। তাকে তা করতে দেওয়া হয়নি। এর আগেই ১৫ই আগস্ট তাকে হত্যা করা হলো।
প্রধানমন্ত্রী আরো বলেন, সবাই বলেন তিনি নাকি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছেন, দেশে নাকি একদলীয় ক্ষমতা প্রবর্তন করতে চেয়েছিলেন। যে মানুষটা তার সারা জীবন একটা জাতির জন্য বিসর্জন দিলেন, যার সামনে ক্ষমতা বারবার হাতছানি দিয়েছে তার থাকবে ক্ষমতার লোভ?
১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি সংবিধান সংশোধন করে সংসদে বঙ্গবন্ধু যে ভাষণ প্রদান করেন, তা মুজিববর্ষের বিশেষ অধিবেশনের সমাপনী দিনে প্রচার করতে স্পিকারের প্রতি অনুরোধ জানান সংসদ নেতা শেখ হাসিনা। তার সেই বক্তব্যটা প্রচার করা হোক, সবাই যাতে জানতে পারে তিনি কেন পরিবর্তন করতে চেয়েছিলেন।