সড়কে চাঁদাবাজি করলেই গ্রেফতারের নির্দেশ

  • Update Time : ০৩:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • / 175
নিজস্ব প্রতিবেদক:

সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করলেই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএমপি সদরদফতরের কনফারেন্স রুমে পরিবহন মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের এ নির্দেশ দেন তিনি।

এছাড়া সড়কে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই তা ডাম্পিং করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ‘রাস্তায় চাঁদাবাজি করলে গ্রেফতার করতে হবে। রাস্তায় কোনো চাঁদা ওঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ ওঠানো যাবে। ড্রাইভারদের আইন মানার ক্ষেত্রে সচেতন করতে হবে।’

পরিবহন মালিক সমিতির নেতারা ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা আনয়নে করণীয় সম্পর্কে আলোচনা করেন। মালিক সমিতির নেতারা চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএর সীমাবদ্ধতা ও জটিলতা উল্লেখপূর্বক বিষয়টি সুনজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান।

সভায় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সড়কে চাঁদাবাজি করলেই গ্রেফতারের নির্দেশ

Update Time : ০৩:৪৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক:

সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করলেই গ্রেফতারের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএমপি সদরদফতরের কনফারেন্স রুমে পরিবহন মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের এ নির্দেশ দেন তিনি।

এছাড়া সড়কে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই তা ডাম্পিং করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ‘রাস্তায় চাঁদাবাজি করলে গ্রেফতার করতে হবে। রাস্তায় কোনো চাঁদা ওঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ ওঠানো যাবে। ড্রাইভারদের আইন মানার ক্ষেত্রে সচেতন করতে হবে।’

পরিবহন মালিক সমিতির নেতারা ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা আনয়নে করণীয় সম্পর্কে আলোচনা করেন। মালিক সমিতির নেতারা চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানে বিআরটিএর সীমাবদ্ধতা ও জটিলতা উল্লেখপূর্বক বিষয়টি সুনজরে দেখার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন জানান।

সভায় পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পরিবহন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।