গ্রীষ্মের ক্রিকেট সূচি চূড়ান্ত ইংলিশদের

- Update Time : ১১:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / 180
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মের এ সময়টা তিল পরিমাণ জায়গা ফাঁকা রাখেনি ইসিবি। এ সময়ে তারা এশিয়ার তিন পরাশক্তি শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের বিপক্ষে একাধিক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। যার শুরুটা ইংলিশরা করবে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মধ্যে দিয়ে। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে তাদের। এ দুটি ওয়ানডে সিরিজ ২০২৩ ভারত বিশ্বকাপ বাছাইয়ের অংশ।
.
জুনে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ইংল্যান্ডের ক্রিকেট সামার শুরু হবে। ২৯ জুন ডারহামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দুই দল। এরপর ১ ও ৪ জুলাই দ্য ওভাল এবং ব্রিস্টলে সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এর তিন দিন পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মরগানের দল। ৮ কার্ডিফ, ১০ লর্ডস ও ১৩ জুলাই বার্নিংহ্যামের এজবাস্টনে সিরিজের শেষ ওয়ানডে খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান। ওয়ানডে সিরিজের পর ১৬, ১৮ ও ২০ একদিনের বিরতিতে দিয়ে টানা তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে সফরকারী পাকিস্তান ও স্বাগতিক ইংল্যান্ড।
.
সাদা বলের উত্তাপে ওয়ানডে ও টি-টিয়েন্টি সিরিজের পর লাল বলের লড়াইয়ে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ এক নম্বর দল টিম ইন্ডিয়া। বিরাট কোহলির দলের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জো রুটের দল। এ টেস্ট সিরিজ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ বারুদে লড়াইয়ে হবে এমন প্রত্যাশা করাই যায়। ৪ আগস্ট নটিংহ্যামের ট্রেন্টব্রিজে, ১২ আগস্টে ঐতিহাসিক লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্ট এরপর ২৫ আগস্ট, ২ সেপ্টেম্বর হেডিংলি এবং ১০ সেপ্টেম্বর ম্যানচেস্টারের ওল্ড ট্রার্ফোডে।
.
এ টেস্ট সিরিজের মধ্যে দিয়ে গ্রীষ্মের হোম সিরিজ শেষ করবে ইংলিশরা। এরপর দীর্ঘ ১৬ বছর পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। সফরে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। মূলত ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিবে মরগানের ইংল্যান্ড। এরপর অক্টোবরের শেষ সপ্তাহে বাংলাদেশ মিশনে আসবে ইংল্যান্ড।
.
শুধু পুরুষ দলই নয়, আগামী গ্রীষ্মে নারী ক্রিকেটারদের সূচিও ঠিক করেছে ইসিবি। এ সময়ে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড নারী ক্রিকেট দল।