দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

- Update Time : ০৬:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / 173
মো: রাশেদুল ইসলাম ,পঞ্চগড়।।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারে নেমেছে শোকের ছায়া।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নাধীন টাকাহারা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শিশু দুটি হলো- ওই এলাকার মোঃ সফিউদ্দীনের ছেলে মোঃ আসাদ (৩) এবং মোঃ সফিউদ্দীনের ভাই মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রহমত উল্লাহ (৩)।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের লোকজনের বরাত দিয়ে (ওসি) রবিউল হাসান সরকার জানান, শিশু দুটি খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের মৃত দেহ ভাসতে দেখে তাদেরকে উদ্ধার করা হয়।
Tag :