মতলবের ডাকঘরস্থ সড়কে নিরাপদ স্পিড ব্রেকার চাই

  • Update Time : ০৪:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • / 290
দ্রুততম সময়ে চাঁদপুর থেকে ঢাকা এবং ঢাকা হতে চাঁদপুরে আসা-যাওয়ার রাস্তা বলতে বাবুরহাট – মতলব – পেন্নাই সড়ক একমাত্র ভরসা। চাঁদপুরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে বাবুরহাট,মতলব পেন্নাই সড়ক অতি  গুরুত্বপূর্ণ সড়ক বলে পরিচিত। অন্যদিকে, চাঁদপুরস্থ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসারত রুগীদের জরুরী ভিত্তিতে এম্বুলেন্স করে ঢাকায় পাঠাতে হয়।
.
এক্ষেত্রে, চাঁদপুরের সাথে ঢাকার দ্রুত যোগাযোগে এই সড়কটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত দুই দশকে পেন্নাই সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনা গুলোর মধ্যে দক্ষিণ উপজেলার তথা মতলব পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ ডাকঘর ও ডাকঘর ব্রিজ নামক স্থান দুটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। ডাকঘর স্ট্যান্ড থেকে ডাকঘর ব্রিজের দূরত্ব খুব কাছাকাছি হওয়াতে পরিবহনে যাত্রী উঠানামা এবং পথযাত্রীদের রাস্তা পারাপার যেন একটি মৃত্যু ফাঁদ।
.
স্থান দুটি পাশাপাশি হওয়ার ফলে প্রতিনিয়ত মারাত্মক ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে । সম্প্রতি ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার গুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হল মৃত রুগী ও মৃতের পরিবারের সবাইকে নিয়ে এম্বুলেন্স খালে পড়ে যায়। গত ৩০-০৪-২০১৯ ইং সালে মঙ্গলবার, সময় আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকায়, চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলার; মতলব পৌরসভার ৮ নং ওয়ার্ডে ডাকঘর নামক এলাকায় উক্ত দুর্ঘটনাটি ঘটে।
.
ঢাকা থেকে মৃত সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৪ জন, সর্বমোট ৫ জনসহ একটি অ্যাম্বুলেন্স ডাকঘরস্থ রাস্তা পার্শ্ববর্তী খালে পড়ে যায়। উক্ত অ্যাম্বুলেন্সের ৫ জন যাত্রী মারাত্মকভাবে আহত হন। উক্ত স্থানটিকে ঘিরে সড়ক দুর্ঘটনার বহু নজির রয়েছে। প্রতিবারের ন্যায় উক্ত স্থানে সড়ক দুর্ঘটনার পর থানা পুলিশ কতৃক নানা প্রকার সচেতন মূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে আসস্থ করা হয়।কিন্তু, কিছুদিন না যেতেই আবার ঐ একই স্থানে পুনরায় সড়ক দুর্ঘটনা লক্ষ করা যায়। এই স্থানটি মতলব দক্ষিণ উপজেলার মধ্যে সবচেয়ে অধিক দুর্ঘটনা প্রবণ স্থান ।
.
মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত ডাকঘর স্থানটি সড়ক দুর্ঘটনার আখড়া নামেও পরিচিত। এমতাবস্থায়, মতলব দক্ষিণ উপজেলার অন্তর্গত মতলব পৌরসভা ৮ নং ওয়ার্ডের ডাকঘর ও ডাকঘর ব্রিজে অবস্থিত দুটি স্থানে গতিরোধক বা ” স্পিড ব্রেকার” নির্মাণ অতি জরুরি হয়ে পড়েছে। অনতিবিলম্বে, উক্ত স্থানে গতিরোধক বা স্পিডব্রেকার নির্মাণের সকল প্রকার ব্যবস্থা করা হলে স্থানীয় জনগণ, পথচারী, যাত্রী এবং পরিবহন চালকগণ নিরাপদে চলাচল করতে পারবেন।
.
এহেন পরিস্থিতিতে চাঁদপুর জেলা প্রশাসক, চাঁদপুর হাইওয়ে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ, চাঁদপুর জেলার সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ, মতলব দক্ষিণ উপজেলা কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা এবং সুদৃষ্টি কামনা করছি। উপরোক্ত দুটি স্থানে গতিরোধক বা “স্পীড ব্রেকার” নির্মাণ হলে সাধারণ পথচারী ও যাত্রীদের নিরাপদ সড়ক নিশ্চিত হবে।
.
প্রচারে: এলাকাবাসীর পক্ষে, কামাল হোসান মাল,সভাপতি,সেচ্ছাসেবক লীগ, ৮ নং ওয়ার্ড, মতলব পৌরসভা।
Tag :

Please Share This Post in Your Social Media


মতলবের ডাকঘরস্থ সড়কে নিরাপদ স্পিড ব্রেকার চাই

Update Time : ০৪:৫২:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
দ্রুততম সময়ে চাঁদপুর থেকে ঢাকা এবং ঢাকা হতে চাঁদপুরে আসা-যাওয়ার রাস্তা বলতে বাবুরহাট – মতলব – পেন্নাই সড়ক একমাত্র ভরসা। চাঁদপুরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে বাবুরহাট,মতলব পেন্নাই সড়ক অতি  গুরুত্বপূর্ণ সড়ক বলে পরিচিত। অন্যদিকে, চাঁদপুরস্থ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসারত রুগীদের জরুরী ভিত্তিতে এম্বুলেন্স করে ঢাকায় পাঠাতে হয়।
.
এক্ষেত্রে, চাঁদপুরের সাথে ঢাকার দ্রুত যোগাযোগে এই সড়কটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত দুই দশকে পেন্নাই সড়কে ঘটে যাওয়া দুর্ঘটনা গুলোর মধ্যে দক্ষিণ উপজেলার তথা মতলব পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ ডাকঘর ও ডাকঘর ব্রিজ নামক স্থান দুটি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। ডাকঘর স্ট্যান্ড থেকে ডাকঘর ব্রিজের দূরত্ব খুব কাছাকাছি হওয়াতে পরিবহনে যাত্রী উঠানামা এবং পথযাত্রীদের রাস্তা পারাপার যেন একটি মৃত্যু ফাঁদ।
.
স্থান দুটি পাশাপাশি হওয়ার ফলে প্রতিনিয়ত মারাত্মক ধরনের সড়ক দুর্ঘটনা ঘটছে । সম্প্রতি ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার গুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হল মৃত রুগী ও মৃতের পরিবারের সবাইকে নিয়ে এম্বুলেন্স খালে পড়ে যায়। গত ৩০-০৪-২০১৯ ইং সালে মঙ্গলবার, সময় আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকায়, চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ উপজেলার; মতলব পৌরসভার ৮ নং ওয়ার্ডে ডাকঘর নামক এলাকায় উক্ত দুর্ঘটনাটি ঘটে।
.
ঢাকা থেকে মৃত সন্তানকে নিয়ে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৪ জন, সর্বমোট ৫ জনসহ একটি অ্যাম্বুলেন্স ডাকঘরস্থ রাস্তা পার্শ্ববর্তী খালে পড়ে যায়। উক্ত অ্যাম্বুলেন্সের ৫ জন যাত্রী মারাত্মকভাবে আহত হন। উক্ত স্থানটিকে ঘিরে সড়ক দুর্ঘটনার বহু নজির রয়েছে। প্রতিবারের ন্যায় উক্ত স্থানে সড়ক দুর্ঘটনার পর থানা পুলিশ কতৃক নানা প্রকার সচেতন মূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে আসস্থ করা হয়।কিন্তু, কিছুদিন না যেতেই আবার ঐ একই স্থানে পুনরায় সড়ক দুর্ঘটনা লক্ষ করা যায়। এই স্থানটি মতলব দক্ষিণ উপজেলার মধ্যে সবচেয়ে অধিক দুর্ঘটনা প্রবণ স্থান ।
.
মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত ডাকঘর স্থানটি সড়ক দুর্ঘটনার আখড়া নামেও পরিচিত। এমতাবস্থায়, মতলব দক্ষিণ উপজেলার অন্তর্গত মতলব পৌরসভা ৮ নং ওয়ার্ডের ডাকঘর ও ডাকঘর ব্রিজে অবস্থিত দুটি স্থানে গতিরোধক বা ” স্পিড ব্রেকার” নির্মাণ অতি জরুরি হয়ে পড়েছে। অনতিবিলম্বে, উক্ত স্থানে গতিরোধক বা স্পিডব্রেকার নির্মাণের সকল প্রকার ব্যবস্থা করা হলে স্থানীয় জনগণ, পথচারী, যাত্রী এবং পরিবহন চালকগণ নিরাপদে চলাচল করতে পারবেন।
.
এহেন পরিস্থিতিতে চাঁদপুর জেলা প্রশাসক, চাঁদপুর হাইওয়ে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ, চাঁদপুর জেলার সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ, মতলব দক্ষিণ উপজেলা কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা এবং সুদৃষ্টি কামনা করছি। উপরোক্ত দুটি স্থানে গতিরোধক বা “স্পীড ব্রেকার” নির্মাণ হলে সাধারণ পথচারী ও যাত্রীদের নিরাপদ সড়ক নিশ্চিত হবে।
.
প্রচারে: এলাকাবাসীর পক্ষে, কামাল হোসান মাল,সভাপতি,সেচ্ছাসেবক লীগ, ৮ নং ওয়ার্ড, মতলব পৌরসভা।