তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ভোর সাড়ে পাঁচটার দিকে শাহআলী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
মুন্নার বাড়ি নড়াইল সদর উপজেলায়। সে গ্রামে পড়ালেখা করে। গতকাল মঙ্গলবার সে গ্রাম থেকে ঢাকায় মিরপুর ১ নম্বরে, নিউ সি ব্লক ডেসকো অফিসের পাশে তার বন্ধু রহমতে বাসায় আসে। এছাড়া ঢাকায় তার আর কোনো স্বজন নেই।
আজ ভোর সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে ডেসকো অফিসের পাশের রাস্তায় থেকে মুন্নার মরদেহটি উদ্ধার করা হয়। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।