রাজিয়া নাসেরের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

- Update Time : ০৬:৪৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / 189
নিজস্ব প্রতিবেদক:
সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) পৃথক বার্তায় শোক জানান তারা।
.
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান রাজিয়া নাসের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
.
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী রাজিয়া নাসের করোনা আক্রান্ত হয়ে এভারকেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে ছিলেন। রাজিয়া নাসের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী। আজ দুপুরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে নেয়া হয়।
.
এর আগে, ৫ নভেম্বর বার্ধক্যজনিত কারণে রাজিয়া নাসেরকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। এসময় বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময় তার দাদীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
Tag :