‘হেফাজতের নতুন কমিটি মানি না’

- Update Time : ১২:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / 211
হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমদ শফীর সন্তানসহ অনুসারীদের কারও জায়গা হয়নি। নতুন কমিটি ঘোষণার পর আহমদ শফীর অনুসারীরা বলছেন, গত কমিটির অন্তত ৫০ জন সদস্যকে বাদ দিয়ে এ সম্মেলন আয়োজন করা হয়, যা হেফাজতের গঠনতন্ত্র পরিপন্থী।
রোববার বিকেল ৩টার দিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গত কমিটির যুগ্ম মহাসচিব মঈনুদ্দীন রুহী বলেন, ‘আজকের সম্মেলন গঠনতন্ত্র পরিপন্থী। গত কমিটির প্রায় ৫০ জন সদস্য আজকের সম্মেলনে দাওয়াত পাননি। তাই আমরা এ কমিটি মানি না। আজই এ বিষয়ে আমরা করণীয় ঠিক করব।’
তিনি বলেন, ‘হেফাজতের গঠনতন্ত্র অনুযায়ী গত কমিটির সব সদস্যকে নিয়ে সম্মেলন হতে হবে। কিন্তু আজকের সম্মেলনে অনেককেই ইচ্ছে করেই দূরে রাখা হয়েছে।’
তবে হেফাজতে ইসলামের পুনর্নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘দেশের ৬৪ জেলা থেকে প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে হাজির ছিলেন ৩৭০ জন প্রতিনিধি। সবার পরামর্শে এই কমিটি। আর বাকিদের কমিটিতে না রাখার বিষয়টি তো এমনি এমনি হয়নি। নিশ্চয় কোনো কারণ আছে।’
এদিকে সংবাদ সম্মেলন শেষে প্রশ্ন তোলায় এক কওমি আলেমের ওপর চড়াও হন বাবুনগরীর সমর্থকরা।
প্রসঙ্গত, হেফাজতের নতুন ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে আমির ও মহাসচিব ছাড়াও নায়েবে আমির পদে ৩২ জন, যুগ্ম-মহাসচিব পদে চারজন, সহকারী মহাসচিব পদে ১৮ জন এবং সম্পাদকমণ্ডলীর বিভিন্ন পদে রয়েছেন ৮১ জন। এছাড়া উপদেষ্টামণ্ডলীতে আছেন ২৫ জন। কিন্তু গত কমিটিতে প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করা আহমদ শফীর ছেলে আনাস মাদানী ও যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহীর জায়গা হয়নি নতুন কমিটিতে।
হেফাজতের নতুন কমিটিতে আরও যাদের রাখা হয়নি, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-গত কমিটির নায়েবে আমির আল্লামা মুফতি আমিনীর ছেলে মাওলানা আবুল হাসনাত আমিনী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, মাওলানা সলিমুল্লাহ।