চাঁদপুরে ব্যাংকের গাড়ি চাপায় শিশু নিহত: এলাকাবাসীর বিক্ষোভ

  • Update Time : ০৯:২৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
  • / 194

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরের পুরানবাজারে রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ বৌ-বাজারে গাড়ি চাপায় নিরব (৮) নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

শিশু নিহত হওয়ার ঘটনায় কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা অগ্রনী ব্যাংকের পাজেরো গাড়িটি ভাংচুর করে গাড়ির চালক মুনিরকে (৩৫) মারধর করে। তবে গাড়িতে থাকা তিন বস্তা টাকা অক্ষত অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ রক্ষা করতে সক্ষম হয়।

নিহত নিরব পুরানবাজার ১নং ওয়ার্ডে মোম ফ্যাক্টরি এলাকার দিনমজুর মিশু উদ্দিনের পুত্র।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী জানায়, ঘটনার সময় নিরব দোকান থেকে সদাই কিনতে নতুন রাস্তা এলাকায় আসে। অগ্রনী ব্যাংকের (ঢাকা মেট্রো-ঘ ১৩-৪৬৭৮) পাজারো গাড়ি টাকার বস্তা নিয়ে চেম্বার অব কমার্সের নিচ তলায় অগ্রনী ব্যাংক পুরানবাজার শাখায় আসার পথে নতুন রাস্তা এলাকার নিরব (৮) কে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশু নিরবে মাথার মগজ বেরিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় নিরবকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী আরও জানায়, এখানে রাস্তার উপরে দীর্ঘ কয়েক বছর যাবৎ বৌ-বাজার নামে অবৈধভাবে একটি বাজার গড়ে উঠেছে। প্রতিদিন এই বাজারে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর সমাগম ঘটে। এই বিপুল সংখ্যক মানুষদের পাশ কাটিয়েই পুরান বাজারের ব্যবসায়ীদের ডিস্ট্রিক ট্রাক-লরিসহ বড় বড় যানবাহনগুলো মালামাল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায়। স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় অবৈধ বাজার গড়ে তোলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী অগ্রণী ব্যাংকের গাড়িটি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাঁদপুর মডেল থানা পুলিশকে ও পুরান বাজার পুলিশ ফাড়ি ঘটনাস্থলে অবস্থান করছে।

অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার আসাদুজ্জামান বলেন, যেহেতু এটি কোন হাইওয়ে সড়ক নয়, তাই এখানে চালক কোন অবস্থাতেই অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে পারেনা। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গাড়ির গতি কত ছিল এবং চালক নেশাগ্রস্ত ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব।

Tag :

Please Share This Post in Your Social Media


চাঁদপুরে ব্যাংকের গাড়ি চাপায় শিশু নিহত: এলাকাবাসীর বিক্ষোভ

Update Time : ০৯:২৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর শহরের পুরানবাজারে রাস্তার উপর গড়ে ওঠা অবৈধ বৌ-বাজারে গাড়ি চাপায় নিরব (৮) নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

শিশু নিহত হওয়ার ঘটনায় কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা অগ্রনী ব্যাংকের পাজেরো গাড়িটি ভাংচুর করে গাড়ির চালক মুনিরকে (৩৫) মারধর করে। তবে গাড়িতে থাকা তিন বস্তা টাকা অক্ষত অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ রক্ষা করতে সক্ষম হয়।

নিহত নিরব পুরানবাজার ১নং ওয়ার্ডে মোম ফ্যাক্টরি এলাকার দিনমজুর মিশু উদ্দিনের পুত্র।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কাজী আব্দুর রহিমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী জানায়, ঘটনার সময় নিরব দোকান থেকে সদাই কিনতে নতুন রাস্তা এলাকায় আসে। অগ্রনী ব্যাংকের (ঢাকা মেট্রো-ঘ ১৩-৪৬৭৮) পাজারো গাড়ি টাকার বস্তা নিয়ে চেম্বার অব কমার্সের নিচ তলায় অগ্রনী ব্যাংক পুরানবাজার শাখায় আসার পথে নতুন রাস্তা এলাকার নিরব (৮) কে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশু নিরবে মাথার মগজ বেরিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় নিরবকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী আরও জানায়, এখানে রাস্তার উপরে দীর্ঘ কয়েক বছর যাবৎ বৌ-বাজার নামে অবৈধভাবে একটি বাজার গড়ে উঠেছে। প্রতিদিন এই বাজারে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর সমাগম ঘটে। এই বিপুল সংখ্যক মানুষদের পাশ কাটিয়েই পুরান বাজারের ব্যবসায়ীদের ডিস্ট্রিক ট্রাক-লরিসহ বড় বড় যানবাহনগুলো মালামাল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যায়। স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় অবৈধ বাজার গড়ে তোলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী অগ্রণী ব্যাংকের গাড়িটি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাঁদপুর মডেল থানা পুলিশকে ও পুরান বাজার পুলিশ ফাড়ি ঘটনাস্থলে অবস্থান করছে।

অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার আসাদুজ্জামান বলেন, যেহেতু এটি কোন হাইওয়ে সড়ক নয়, তাই এখানে চালক কোন অবস্থাতেই অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে পারেনা। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গাড়ির গতি কত ছিল এবং চালক নেশাগ্রস্ত ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব।