৫০ টাকার লোভ দেখিয়ে বিলে নিয়ে ধর্ষণ

- Update Time : ০৭:০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / 210
সিরাজগঞ্জের সদরে পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আবুল কালাম (৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক কালাম সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মধ্যপাড়া মহল্লার মৃত মেছের আলী শেখের ছেলে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম জানান, কালাম দুপুরে ৫০ টাকার লোভ দেখিয়ে বেড়ানোর কথা বলে এক শিশুকে (১০) পলিটেকনিক ইনস্টিটিউট ও হর্টিকালচার সেন্টারের মাঝখানের এক বিলে নিয়ে যায়।
এ সময় বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে সন্দেহ হলে কয়েকজন এলাকাবাসী বিলের মধ্যে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যাবার সময় কালামকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয়রা।
তিনি আরো জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত কালামকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।