নোয়াখালীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : ০৬:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
  • / 169
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীরতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
.

বুধবার বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক একরামুল হক বিল্পবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-০৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সহ-সভাপতি আতউর রহমান ভূঁইয়া মানিক, সদর উপজেলা চেয়ারম্যান একেএম শাহছুদ্দিন জেহান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবাব চৌধুরীসহ অনেকে।
.
প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবলীগের বলিষ্ঠ অংশগ্রহণ দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। যুবলীগের কোন নেতাকর্মী অবহেলীত থাকবে না। বঙ্গবন্ধুর আদর্শের পথ অনুসরণ করেই তারা দেশ ও জাতির জন্য কাজ করে যাবে। প্রয়োজনে তার শরীরের রক্ত বিক্রি করে হলেও তিনি যুবলীগের পাশে থাকবেন।
.
এর আগে, নোয়াখালীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা সহকারে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেন। নেতাকর্মীরদের শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান স্থল।

Tag :

Please Share This Post in Your Social Media


নোয়াখালীতে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Update Time : ০৬:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীরতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
.

বুধবার বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক একরামুল হক বিল্পবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-০৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম, সহ-সভাপতি আতউর রহমান ভূঁইয়া মানিক, সদর উপজেলা চেয়ারম্যান একেএম শাহছুদ্দিন জেহান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবাব চৌধুরীসহ অনেকে।
.
প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে যুবলীগের বলিষ্ঠ অংশগ্রহণ দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। যুবলীগের কোন নেতাকর্মী অবহেলীত থাকবে না। বঙ্গবন্ধুর আদর্শের পথ অনুসরণ করেই তারা দেশ ও জাতির জন্য কাজ করে যাবে। প্রয়োজনে তার শরীরের রক্ত বিক্রি করে হলেও তিনি যুবলীগের পাশে থাকবেন।
.
এর আগে, নোয়াখালীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা সহকারে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেন। নেতাকর্মীরদের শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান স্থল।