মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

- Update Time : ০৪:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / 187
তারেক মাহমুদ সুজন:
গত রবিবার মেডিকেল শিক্ষার্থীদের চার দফা দাবি আদায়ে শাহবাগ চত্ত্বরে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের অযাচিত হস্তক্ষেপ এবং হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন মেডিকেল কলেজে পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীরা।
.
“মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস’ এসোসিয়েশন, চাঁদপুর” সংগঠনের আয়োজনে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
.
এতে বক্তারা বলেন,করোনার মহামারির কারণে সকল শিক্ষাপ্রতিষ্ঠান গত সাত-আট মাস ধরে বন্ধ রয়েছে।আমাদের মেডিকেল কলেজগুলোও এই বন্ধের অন্তর্ভুক্ত। এতে সামনে আমাদের বিশাল সেশনজটে পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলো বন্ধ থাকার পরও আমাদের থেকে বেতন দাবি করছে।
.
যেখানে ৬০ মাসের বেশি বেতন দেওয়ার কথা না। এর প্রতিবাদে গত একমাস ধরে আমরা আন্দোলন করে আসছি। সেই ধারাবাহিতায় গত রবিবার চার দফা দাবিতে শাহবাগ চত্ত্বরে আমাদের ব্যাচমেটরা শান্তিপূর্ণ আন্দোলন করেন। কিন্তু তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করে, গায়ে হাত তোলাসহ লাঠিপেটা করে, যা সম্পূর্ণ অযাচিত।
.
আমরা পুলিশের এমন কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবি জানাচ্ছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন,”মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস’ এসোসিয়েশন, চাঁদপুর” এর সভাপতি সাজ্জাদ হোসেন লিখন,১নং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তানভীর,সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীরা।
Tag :