সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ

  • Update Time : ০৬:৩১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
  • / 180
সিরাজগঞ্জ প্রতিনিধি:
আজ শেষ হচ্ছে সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ মুহুর্তের প্রচারণায় ব্যাস্ত বড় দুই দলের নেতাকর্মীরা। তবে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে প্রচারণারয় বাধা দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর।
.

এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতির কথা জানান  জেলা নির্বাচন কর্মকর্তা। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিম মৃত্যুর পর সিরাজগঞ্জ সদর ও কাজিপুরের মোট ১৭টি ইউনিয়ন, ১টি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। ১২ই নভেম্বর অনুষ্ঠিত হচ্ছরে  আসনটির উপ-নির্বাচন। আজ রাত ১০টা থেকে শেষ হচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা।

শেষ মুহুর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী নাসিম পুত্র তানভীর শাকিল জয়।  ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় বলেন,’ভোটারদের কাছে আমার প্রত্যাশা হলো এই অঞ্চলের মানুষ সেই ১৯৫৪ সাল থেকে নৌকায় ভোট দিয়েছেন, এবারও ব্যাপকভাবে নৌকায় ভোট দেবেন। বিজয়ের ব্যাপরে শতভাগ আশাবাদী। ভোটার উপস্থিতির ব্যাপারেও আশাবাদী।’

এদিকে প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ এনে বিএনপি প্রার্থী সেলিম রেজা বলেন সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয় নিশ্চিত। বিএনপি প্রার্থী সেলিম রেজা বলেন,’আমাদেরকে সব সময় বাধা দিচ্ছে। অবাধে প্রচার করতে দিচ্ছে না। জনগণ যদি ভোট দিতে পারে, কেন্দ্রে যেতে পারে তবে আমাদের আশা, আমরা জিতবো।’

এ অবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলার নির্বাচন কর্মকর্তা। সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান,’এ নির্বাচন অনুষ্ঠানের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল ব্যবস্থা নিয়েছি।’

আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত আসনটিতে প্রায় তিন লাখ ৬৫ হাজার ভোটার প্রথম বারেরমতো ইভিএমে ভোট  দেবেন।

Tag :

Please Share This Post in Your Social Media


সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ

Update Time : ০৬:৩১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
সিরাজগঞ্জ প্রতিনিধি:
আজ শেষ হচ্ছে সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ মুহুর্তের প্রচারণায় ব্যাস্ত বড় দুই দলের নেতাকর্মীরা। তবে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে প্রচারণারয় বাধা দেয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর।
.

এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতির কথা জানান  জেলা নির্বাচন কর্মকর্তা। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিম মৃত্যুর পর সিরাজগঞ্জ সদর ও কাজিপুরের মোট ১৭টি ইউনিয়ন, ১টি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। ১২ই নভেম্বর অনুষ্ঠিত হচ্ছরে  আসনটির উপ-নির্বাচন। আজ রাত ১০টা থেকে শেষ হচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা।

শেষ মুহুর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী নাসিম পুত্র তানভীর শাকিল জয়।  ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় বলেন,’ভোটারদের কাছে আমার প্রত্যাশা হলো এই অঞ্চলের মানুষ সেই ১৯৫৪ সাল থেকে নৌকায় ভোট দিয়েছেন, এবারও ব্যাপকভাবে নৌকায় ভোট দেবেন। বিজয়ের ব্যাপরে শতভাগ আশাবাদী। ভোটার উপস্থিতির ব্যাপারেও আশাবাদী।’

এদিকে প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ এনে বিএনপি প্রার্থী সেলিম রেজা বলেন সুষ্ঠু নির্বাচন হলে তার বিজয় নিশ্চিত। বিএনপি প্রার্থী সেলিম রেজা বলেন,’আমাদেরকে সব সময় বাধা দিচ্ছে। অবাধে প্রচার করতে দিচ্ছে না। জনগণ যদি ভোট দিতে পারে, কেন্দ্রে যেতে পারে তবে আমাদের আশা, আমরা জিতবো।’

এ অবস্থায় শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান জেলার নির্বাচন কর্মকর্তা। সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান,’এ নির্বাচন অনুষ্ঠানের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল ব্যবস্থা নিয়েছি।’

আওয়ামী লীগের দুর্গ বলে খ্যাত আসনটিতে প্রায় তিন লাখ ৬৫ হাজার ভোটার প্রথম বারেরমতো ইভিএমে ভোট  দেবেন।