যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এক টুইট বার্তায় এসপারকে বরখাস্ত করার ঘোষণা দেন তিনি। তবে তাকে বরখাস্ত করার কোন কারণ জানান নি মার্কিন প্রেসিডেন্ট।
.
প্রায় ১৮ মাস ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী এবং পেন্টাগনের প্রধান হিসেবে কর্মরত ছিলেন মার্ক এস্পার। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান ক্রিস্টোফার মিলারকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার পর দেশজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়লে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু মার্ক এসপার এর বিরোধিতা করায় নাখোশ হয় হোয়াইট হাউজ।
এছাড়া ন্যাটোর প্রতি ট্রাম্পের মনোভাব নিয়েও তার সঙ্গে মার্ক এসপারের বিরোধ হয়। এর আগে, ২০১৮ সালে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এদিকে, এসপারকে বরখাস্ত করার নিন্দা জানিয়েছে ডেমোক্র্যাটরা।