“মানবতার স্বাধীনতা আসুক নেমে”

- Update Time : ১০:৩৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / 229
“মানবতার স্বাধীনতা আসুক নেমে”
তরিকুল ইসলাম মাসুম
.
আচ্ছা, স্বাধীনতা শব্দটির রূপ কেন
বদলায় বারং বার ?
.
কারণ, মোরা নতুন করে স্বাধীনতার
সঙ্গা লিখে চলেছি যুগান্তর৷
.
দেশ ভাগের পর গর্জে উঠে
মুক্তির সংগ্রাম হয়েছিলো আবার,
আজো তবু মুক্তি মেলেনি
এই বিষাদ-বিদগ্ধ মানবতার ৷
.
চারিদিকে শুনি ধর্ষিতা মা-বোনদের করুণ আর্তনাদ,
প্রভাবশালী ধর্ষকের প্রভাবে
মামলা থেকে রয়ে যায় সে বাদ৷
.
স্বাধীনতার নামে এনেছি আমরা
এ কোন নতুন ফাঁদ ?
বিবেক দিয়ে জেগে উঠলে…
উঠতো তবে নিশ্চয় নতুন চাঁদ৷
.
নিত্য দিনের জিনিসপত্রের মূল্য যেন
নতুন মরণ ফাঁদ,
হাট-বাজারে গেলে
পরে গরম হয়ে যায়,
যেন এক নতুন কোন ফ্যাসাদ ৷
.
মরিচ,পেয়াজ আর আলুর দাম
যে বেড়েই চলেছে আজ,
আর কত মানুষ যে অসহায়,
কে দেবে ভাই তাদের জন্য কাজ ৷
.
শিক্ষার নামে দেশজুড়ে আজ চলছে
ব্যবসার সমাহার, সুবিধাভোগীরা সুবিধা লুফে করছে
এসব নগ্ন কারবার ৷
.
চেয়ে দেখো আজ, পদে পদে চলছে
অবজ্ঞার দুরাচার,
এমনি করেই একদিন মোরা
চিরতরে পা বাড়াবো পরপার ৷
.
শুধু কি চেয়ে চেয়ে দেখবো ?
নাই কি মোদের কিছুই করবার ?
এ জাতিকে জাগিয়ে তুলতে
ঐক্যবদ্ধ হতেই হবে আবার ৷
.
জাগবো এবার জাগবো সবে,
নাই আপোষের কোন কারবার,
মানবতা রক্ষার প্রয়োজনে
আবার ডাক আসুক স্বাধীনতার ৷
.
লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ৷
.
Tag :