গত ২ নভেম্বর (সোমবার) তুরস্ক থেকে এমভি কন্টশিপ হাবে করে পেঁয়াজ ভর্তি ২৮টি রেফার কনটেইনার বন্দরের এনসিটি জেটিতে আসে। পেঁয়াজগুলো দ্রুত বন্দর থেকে ছাড় করে সারা দেশে পৌছে দেওয়া হবে টিসিবির ট্রাক সেলের জন্য।
.
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, আগে আমাদানিকারকদের কাছ থেকে পেঁয়াজ নিয়ে বিক্রি করতো টিসিবি। কিন্তু ভারত রপ্তানি বন্ধের পর দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে থাকে। তাই বিকল্প দেশ থেকে সরকারিভাবে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয় সরকার। এর ধারাবাহিকতায় তুরষ্ক থেকে প্রথম চালানের মাধ্যমে ৭২৮ টন পেঁয়াজ পৌঁছেছে দেশে। দ্রুত সেগুলো ট্রাক সেল ও ডিলারদের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বিক্রি শুরু হবে। টিসিবির পরের চালানে ২৯, ৩৮, ২০ কনটেইনার পেঁয়াজ আসবে বলেও জানান তিনি।
.
চট্টগ্রাম নগর ও তার আশেপাশে জেলা, উপজেলাগুলোতে ৩০ টাকা ধরে টিসিবির ২০ ট্রাকে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।