ভোট বন্ধে সুপ্রিমকোর্টে যাচ্ছেন ট্রাম্প

  • Update Time : ০৯:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / 254

 

আন্তর্জাতিক ডেস্ক:

দেশের ভোট কারচুপির অভিযোগ এনে সকল রাজ্যের ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ভাষণে তিনি নির্বাচনের জালিয়াতির জন্য দুঃখ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, এটা আমেরিকান জনগণের সাথে প্রতারণা, এটা আমাদের দেশের জন্য বিব্রতকর। আমরা এ নির্বাচনে জয়ের জন্য প্রস্তুত ছিলাম। সত্যি কথা বলতে, আমরা এ নির্বাচনে জয়ী হয়েছি। খবর ফক্স নিউজের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব। ইতোমধ্যে বিভিন্ন রাজ্য থেকে ইলেকটোরাল ভোটের ফলাফল আসতে শুরু করেছে। তবে এরই মধ্যে ট্রাম্পের এ ভাষণে নতুন করে নির্বাচন নিয়ে জটিলতার সৃষ্টি হলো।

এদিকে হোয়াইট হাউসের সামনে হাজারো বিক্ষোভকারী বিক্ষোভ করছে এবং ট্রাম্প জিতলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। নির্বাচনের দিন রাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন হাজারো ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভকারী। সেখান থেকে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি ওয়াশিংটন।

Tag :

Please Share This Post in Your Social Media


ভোট বন্ধে সুপ্রিমকোর্টে যাচ্ছেন ট্রাম্প

Update Time : ০৯:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

 

আন্তর্জাতিক ডেস্ক:

দেশের ভোট কারচুপির অভিযোগ এনে সকল রাজ্যের ভোট গণনা বন্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ভাষণে তিনি নির্বাচনের জালিয়াতির জন্য দুঃখ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, এটা আমেরিকান জনগণের সাথে প্রতারণা, এটা আমাদের দেশের জন্য বিব্রতকর। আমরা এ নির্বাচনে জয়ের জন্য প্রস্তুত ছিলাম। সত্যি কথা বলতে, আমরা এ নির্বাচনে জয়ী হয়েছি। খবর ফক্স নিউজের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব। ইতোমধ্যে বিভিন্ন রাজ্য থেকে ইলেকটোরাল ভোটের ফলাফল আসতে শুরু করেছে। তবে এরই মধ্যে ট্রাম্পের এ ভাষণে নতুন করে নির্বাচন নিয়ে জটিলতার সৃষ্টি হলো।

এদিকে হোয়াইট হাউসের সামনে হাজারো বিক্ষোভকারী বিক্ষোভ করছে এবং ট্রাম্প জিতলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। নির্বাচনের দিন রাতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েছেন হাজারো ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভকারী। সেখান থেকে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি ওয়াশিংটন।