রাজধানীতে লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে আহত ৩

  • Update Time : ০৮:৪১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / 227
বিশেষ প্রতিনিধি:

রাজধানীর আজিমপুরে একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন-ওই ভবনের প্রকৌশলী মেহেদী হাসান (২৮), সুপারভাইজার আজহারুল ইসলাম (১৮) ও দিনমজুর রফিকুল ইসলাম (৩৫)।

বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

ওই ভবনের প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, আহত তিনজনই আজিমপুর বাসস্ট্যান্ডের পাশে খান অ্যান্ড সন্স কোম্পানির নির্মাণাধীন বহুতলা ভবনে কাজ করেন। সকালে ভবনের মালামাল উঠানোর অস্থায়ী লিফ্ট দিয়ে ১৮ তলা থেকে নিচে নামার সময় তারা লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ঢামেকে আনা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মেহেদী ডান পায়ে ও বাকি দুজন শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তাদের অবস্থা খুব গুরুতর নয়। তিনজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


রাজধানীতে লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে আহত ৩

Update Time : ০৮:৪১:১০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
বিশেষ প্রতিনিধি:

রাজধানীর আজিমপুরে একটি নির্মাণাধীন ভবনের লিফট ছিঁড়ে নিচে পড়ে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন-ওই ভবনের প্রকৌশলী মেহেদী হাসান (২৮), সুপারভাইজার আজহারুল ইসলাম (১৮) ও দিনমজুর রফিকুল ইসলাম (৩৫)।

বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

ওই ভবনের প্রকৌশলী সাইদুল ইসলাম জানান, আহত তিনজনই আজিমপুর বাসস্ট্যান্ডের পাশে খান অ্যান্ড সন্স কোম্পানির নির্মাণাধীন বহুতলা ভবনে কাজ করেন। সকালে ভবনের মালামাল উঠানোর অস্থায়ী লিফ্ট দিয়ে ১৮ তলা থেকে নিচে নামার সময় তারা লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ঢামেকে আনা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মেহেদী ডান পায়ে ও বাকি দুজন শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। তাদের অবস্থা খুব গুরুতর নয়। তিনজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।