চুনারুঘাটে চা বাগানে মাদক বিরোধী সচেতনতামূলক বিট সভা

- Update Time : ০৪:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / 240
লিটন মুন্ডা, চুনারুঘাট প্রতিনিধি:
চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মাদাবাদ ইউনিয়নের আমু চা বাগানে আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকালে চুনারুঘাট থানা আয়োজিত মাদক বিরোধী সচেতনতামূলক বিট সভা অনুষ্ঠিত হয়।
.
চুনারুঘাটের আমু ও নালুয়া চা বাগানের ২১ টি মাদকমুক্ত পরিবারের মাঝে ক্রেস্ট প্রদান করেছেন উক্ত অনুষ্ঠনের প্রধান অতিথি হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।
.
এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ,ইন্সপেক্টর (তদন্ত)- চম্পক দাম ,আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু,আমু চা বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম,বিট অফিসার এসআই এআই সম্রাট,এএস আই কামাল,সাংবাদিক- নুরুল আমিন, আব্দুর রাজ্জাক রাজু ,সাংবাদিক নুর উদ্দিন সুমন , জুবায়র,জহির,বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন পলাশ,শ্রমিক নেতা যুবরাজ ঝরা ,আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান,নটবর রুদ্র পাল,দেবদাস উরাং,সহকারী শিক্ষক রামেশ্বর ভূমিকসহ আমু ও নালুয় চা বাগানের চা শ্রমিকরা ।
.
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, “চা বাগানেই বেশী পরিমাণ মাদক ব্যবহৃত হয়। এটা দেশের জন্যে, সমাজের জন্যে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখকর নয়। মাদক থেকে নিজেকে রক্ষা করতে না পারলে একটি পরিবার ধ্বংস হয়ে যাবে। পরিবারে নেমে আসবে অশান্তি। তিনি বাগানের যুব সমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্ছার হবার আহ্বান জানান।
.
তিনি বলেন, আমার স্বপন বাস্তবায়ন করতে চাই, মাদক মুক্ত চা বাগান চাই এতে চা-বাগানের সচেতনদের সহযোগীতা কামনা করে পুলিশ সুপার শ্রমিকদের উদ্যেশ্যে বলেন, মাদক পাচার ও সেবন বন্ধ করতে শ্রমিকদের মাঝে আরও সচেতনতার প্রয়োজন।
Tag :