চাঁদপুরে নো মাস্ক নো প্যাসেঞ্জার: পুলিশ সুপার মাহাবুবুর রহমান

- Update Time : ০১:২০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / 229
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে সিএনজি চালকদেরকে ‘নো মাস্ক নো প্যাসেঞ্জার’ স্লোগান নিয়ে সচেতনতার সঙ্গে যাত্রী পরিবহনের আহ্বান জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং থ্রি হুইলার মালিক ও চালকদের নিয়ে গণসচেতনতামূলক সভায় তিনি এ আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বারবার সবাইকে করোনার দ্বিতীয় ঢেউয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে আগাম প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছেন। যানবাহনের মাধ্যমে বিশেষ করে সিএনজির মাধ্যমে অতি দ্রুত করোনার বিস্তার সম্ভব। কারণ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের চলাচলের সহজ মাধ্যম হলো সিএনজি। তাই মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সিএনজি চালকদের মাস্ক ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে না ওঠানোর আহ্বান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সভাটি পরিচালনা করেন। সভায় সিএনজিচালিত অটোরিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির লাইসেন্স নবায়ন ও স্ট্যান্ড নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও অবৈধ যানবাহন যেন রাস্তায় না চলে এ জন্য যথাযত কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি দেয়ার দাবি জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রাহীম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দীন, সিএনজি মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।