চট্টগ্রামে ‘দলবেঁধে ধর্ষণ’, কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩

  • Update Time : ০৪:২৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
  • / 196

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় একজন নারী পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- প্রেমিক শফিকুল ইসলাম, বাদশা ও শাহীন। একই ঘটনায় জোবাইর নামে একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেস্বর) দিনভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার ওসি নিজাম উদ্দিন।

পুলিশ জানায়, ‌রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তর মধ্যম হালিশহর এলাকায় পুলিশের টহল টিম এক নারী পোশাক শ্রমিককে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে। পরে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন, তার প্রেমিক শফিকুলসহ চারজনে মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। এরপর সোমবার (২ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বন্দর থানার ওসি নিজাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা ওই পোশাক শ্রমিকের সাথে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করেছেন। তবে ভিকটিমের দাবি, রোববার (১ নভেম্বর) বিকেলে আউটার রিং রোডে পূর্ব পরিচিত প্রেমিক শফিকুলকে নিয়ে ঘুরতে যান। রাত হলে প্রেমিকসহ অন্য তিনজন তাকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।

এদিকে গ্রেপ্তার হওয়া তিনজনকে সোমবার (২ নভেম্বর) আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রিমান্ড শুনানির দিন নির্ধারণ করে তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

Tag :

Please Share This Post in Your Social Media


চট্টগ্রামে ‘দলবেঁধে ধর্ষণ’, কথিত প্রেমিকসহ গ্রেপ্তার ৩

Update Time : ০৪:২৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় একজন নারী পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- প্রেমিক শফিকুল ইসলাম, বাদশা ও শাহীন। একই ঘটনায় জোবাইর নামে একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেস্বর) দিনভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান বন্দর থানার ওসি নিজাম উদ্দিন।

পুলিশ জানায়, ‌রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তর মধ্যম হালিশহর এলাকায় পুলিশের টহল টিম এক নারী পোশাক শ্রমিককে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করে। পরে ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন, তার প্রেমিক শফিকুলসহ চারজনে মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। এরপর সোমবার (২ নভেম্বর) দিনভর অভিযান চালিয়ে প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বন্দর থানার ওসি নিজাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তারা ওই পোশাক শ্রমিকের সাথে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক করেছেন। তবে ভিকটিমের দাবি, রোববার (১ নভেম্বর) বিকেলে আউটার রিং রোডে পূর্ব পরিচিত প্রেমিক শফিকুলকে নিয়ে ঘুরতে যান। রাত হলে প্রেমিকসহ অন্য তিনজন তাকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।

এদিকে গ্রেপ্তার হওয়া তিনজনকে সোমবার (২ নভেম্বর) আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রিমান্ড শুনানির দিন নির্ধারণ করে তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।