‘আদর্শিক’ লড়াই শুরু করার আহ্বান ফ্রান্সের প্রধানমন্ত্রীর

- Update Time : ০৪:৫৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / 229
আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স, ইসলামের ‘উগ্রপন্থা’ ফ্রান্সের শত্রু বলে আখ্যায়িত করেছেন। রোববার ফ্রান্সের টিএফ ওয়ান চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘এক শত্রু ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সেই শত্রুর নাম রয়েছে এবং আমরা তা জানি।’
এ সময় জেন ক্যাসটেক্স বলেন, ‘সেই শত্রুর নাম ইসলামের ‘চরমপন্থা’। তারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যুদ্ধ করতে চায়।’
এ সময় তিনি বলেন, ‘ফ্রান্সকে অবশ্যই ইসলামের চরমপন্থার বিরুদ্ধে আদর্শিক লড়াই শুরু করতে হবে। তার মতে, এই ‘শত্রু’ ফরাসিদের মধ্যে ঘৃণা ও সহিংসতা ছড়িয়ে ফরাসিদের বিভক্ত করতে চেষ্টা করছে, সেই সঙ্গে সমাজে বিভক্ত করতে চায়।’
ক্যাসটেক্স বলেন, ‘এই লড়াইয়ে জিততে হলে ফরাসি সমাজকে ঐক্যবদ্ধ থেকে তার পরিচয়, স্বাধীনতা এবং প্রজাতন্ত্রের ব্যবস্থা নিয়ে গর্বিত হওয়া উচিত।’
সেই সঙ্গে ইসলামের চরমপন্থা রুখতে ফ্রান্সের আইন আরও শক্তিশালী হওয়া উচিত বলে দাবি করেছেন তিনি।
সূত্রঃ- আল জাজিরা আরবি/উইওন
Tag :