ইস্তাম্বুলে গিয়ে আটকা ৩ বাংলাদেশি, একজনকে ফেরত

  • Update Time : ০৪:১৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / 206

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ থেকে তিন বাংলাদেশি ইতালি প্রবেশের উদ্দেশ্যে ইস্তাম্বুলে আসার পর বিমানবন্দরে তাদের আটকে দিয়েছে তুর্কি ইমিগ্রেশন ও বিমান অফিস।

এদের মধ্যে আয়ুবুল্লাহ নামের এক বাংলাদেশির কাগজে সমস্যা থাকায় শুক্রবার সন্ধ্যার ফ্লাইটে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি দুইজন এখনো ইস্তাম্বুল বিমানবন্দরে আটকা পড়ে আছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ থেকে তারা ইস্তাম্বুল বিমানবন্দরে আসার পর মেয়াদোত্তীর্ণ ইতালিয়ান স্টে-পারমিটের রিসিট ইস্তাম্বুল বিমানবন্দর অফিস ইতালি ইমিগ্রেশন অফিসে যাচাই করলে একজনের স্টে-পারমিটের সমস্যা পাওয়া যায়। বাকি দুইজনের কাগজপত্র ঠিক থাকলেও তাদেরকে বিমানে উঠতে দেয়া হচ্ছে না।

আটকেপড়া এই দুই বাংলাদেশি হলেন-মামুন কাজী এবং ইস্রাফিল খালাসী।

দূতাবাসের বরাত দিয়ে অভিবাসী পরামর্শক নাসিম জানান, আটকেপড়া দুই বাংলাদেশির জন্য ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও আনকারায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। তবে এখনো এর কোনো সুরাহা করা যায়নি। বিমানবন্দর অফিস সাফ জানিয়ে দিয়েছে, ইতালিয়ান ইমিগ্রেশনের সিগনাল ছাড়া এ দুজনও ইতালি যেতে পারবেন না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যায় আটকে পড়া মামুন কাজী এবং ইস্রাফিল খালাসী তাদের শেষ চেষ্টার অংশ হিসেবে রোববার সকালের জন্য ইস্তাম্বুল থেকে মিলান রুটে নতুন করে টিকিট কাটেন।

Tag :

Please Share This Post in Your Social Media


ইস্তাম্বুলে গিয়ে আটকা ৩ বাংলাদেশি, একজনকে ফেরত

Update Time : ০৪:১৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ থেকে তিন বাংলাদেশি ইতালি প্রবেশের উদ্দেশ্যে ইস্তাম্বুলে আসার পর বিমানবন্দরে তাদের আটকে দিয়েছে তুর্কি ইমিগ্রেশন ও বিমান অফিস।

এদের মধ্যে আয়ুবুল্লাহ নামের এক বাংলাদেশির কাগজে সমস্যা থাকায় শুক্রবার সন্ধ্যার ফ্লাইটে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি দুইজন এখনো ইস্তাম্বুল বিমানবন্দরে আটকা পড়ে আছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ থেকে তারা ইস্তাম্বুল বিমানবন্দরে আসার পর মেয়াদোত্তীর্ণ ইতালিয়ান স্টে-পারমিটের রিসিট ইস্তাম্বুল বিমানবন্দর অফিস ইতালি ইমিগ্রেশন অফিসে যাচাই করলে একজনের স্টে-পারমিটের সমস্যা পাওয়া যায়। বাকি দুইজনের কাগজপত্র ঠিক থাকলেও তাদেরকে বিমানে উঠতে দেয়া হচ্ছে না।

আটকেপড়া এই দুই বাংলাদেশি হলেন-মামুন কাজী এবং ইস্রাফিল খালাসী।

দূতাবাসের বরাত দিয়ে অভিবাসী পরামর্শক নাসিম জানান, আটকেপড়া দুই বাংলাদেশির জন্য ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও আনকারায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। তবে এখনো এর কোনো সুরাহা করা যায়নি। বিমানবন্দর অফিস সাফ জানিয়ে দিয়েছে, ইতালিয়ান ইমিগ্রেশনের সিগনাল ছাড়া এ দুজনও ইতালি যেতে পারবেন না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যায় আটকে পড়া মামুন কাজী এবং ইস্রাফিল খালাসী তাদের শেষ চেষ্টার অংশ হিসেবে রোববার সকালের জন্য ইস্তাম্বুল থেকে মিলান রুটে নতুন করে টিকিট কাটেন।