মহানবী (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গুঠিয়ায় বিক্ষোভ

- Update Time : ১০:০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০
- / 237
রাকিবুল হাসান,নিজস্ব প্রতিবেদক:
.
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ওলামায়ে কেরাম ও তাওহীদ জনতার উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
.
আজ(৩০ অক্টোবর) জুমাআ বাদ নারায়ণপুর বাজার থেকে শুরু করে গুঠিয়া বন্দরে এসে মিছিল শেষ হয়।এসময় মুসল্লীরা ফ্রান্স ও এনুয়েল ম্যাক্রোর নামে বিভিন্ন স্লোগান দিতে থাকে।সাথে সাথে তারা ফ্রান্সের পণ্য
নিজ দায়িত্বে বয়কটের ডাক দেন। শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন।
নিজ দায়িত্বে বয়কটের ডাক দেন। শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন।
.
নারায়ণপুর বাজার থেকে গুঠিয়া বন্দরে এসে তারা মিছিল শেষ করেন এবং সমাবেশ শুরু করেন।সমাবেশের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করা হয়।এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লীরা বক্তব্য রাখেন।
.
এ সমাবেশে বরিশাল জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আওরঙ্গজেব হাওলাদার বক্তব্য রাখেন।
.
তিনি বলেন,”আমাদের প্রিয় নবীকে সৃস্টি না করলে এই দুনিয়া সৃষ্টি হতো না। সেই মানুষকে এই ম্যাক্রো আঘাত দিয়েছে তা আমাদের এই গোটা বিশ্বের মুসলিমদের অন্তরে লেগেছে। এই বাংলাদেশের অনেক নাস্তিক আছে যারা আমাদের এই নবীকে নিয়ে ব্যাঙ্গ করছে।এই পৃথিবীর যেখানে বসে আমার নবীকে নিয়ে কটুক্তি করা হবে তাদের কাউকে আমরা ছাড় দেব না।আমাদের সকলেকে সোচ্চার হতে হবে।আমি বাংলাদেশ সরকারের কাছে বলব ফ্রান্সের সকল পণ্য বয়কট করার জন্য।”
.
বক্তব্যে নারায়ণপুর জামে মসজিদের ইমাম গোলাম কিবরিয়া বলেন,”আমাদের যদি জীবন দিতে হয় তারপরেও আমরা প্রস্তুত আছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সম্মান বজায় রাখতে।বাংলাদেশ সরকারকে বলতে চাই আমাদের ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে।সরকার যদি আমাদের ডাকে সারা না দেয় তাহলে আমরা নিজ দায়িত্বে সকল পণ্য বয়কট করব।আমরা এখান থেকে ঘোষনা করছি আমরা আজকে এখান থেকে সকল পণ্য বয়কট করলাম।আমরা ফ্রান্স যেতে না পারলেও আমরা এখান থেকে সিংহের মত গর্জে উঠব।
.
আমরা এখান থেকে সমুদ্রে এমন ঢেউ তুলব যে ঢেউয়ে এনুয়েল ম্যাক্রোসহ সকল নাস্তিক-মুরতাদেরা এই আল্লাহর জমিন থেকে বিতাড়িত হবে।আমরা গোটা মুসলিম জাহান এমন হুংকার দিব যেই হুংকারে এই বিশ্বের সকল নাস্তিক ও আমার নবীকে নিয়ে ব্যাঙ্গকারীর কানের পর্দা ফেটে সাথে সাথে এই আল্লাহর জমিন থেকে বিলুপ্ত হবে।”
.
এছাড়াও সাইনবোর্ড মসজিদের ইমাম,পূর্ব নারায়ণপুর মসজিদের ইমাম,শরীফ বাড়ি মসজিদের ইমামসহ অনেক সাধারণ মুসল্লীরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, মাওলানা মোঃ মনিরুজ্জামানের দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মিছিল ও সমাবেশ শেষ করা হয়।
Tag :