ঠাকুরগাঁওয়ে নারী শিক্ষার্থীদের নিয়ে আত্মরক্ষা বিষয়ক কর্মশালা

- Update Time : ০১:২০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / 193
জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে ২ দিনব্যাপি আত্মরক্ষা বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়।
.
এ উপলক্ষে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
.
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেস্টস এসোসিয়েশন অফ ঠাকুরগাঁও (ঠাকুরগাঁও চিরন্তন) এর আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড. কেএম কামরুজ্জামান সেলিম।
.
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, মহিলা আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আঞ্জুমান আরা বন্যা, জেলা আথলীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন।
.
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও চিরন্তনের উপদেষ্টা এম এ সোহাগ, প্রধান প্রশিক্ষক আনার কলি (প্রথম রৌপ্য কন্যা), মার্শাল আট প্রশিক্ষক আব্দুল খালেক প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও চিরন্তন সংগঠনের বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
.
দুই দিন ব্যাপী প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রায় শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণগণ এ ২ দিন সকাল ১০ টা হতে দুপুর ১টা পর্যন্ত নিজেদের আত্মরক্ষার্থে বিভিন্ন কলাকৌশল বিষয়ে শিক্ষার্থীদেন প্রশিক্ষণ প্রদান করবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা তোজাম্মেল হক।
Tag :