পূজা মন্ডপে সিঁদুর খেলায় মেতেছে নারীরা

  • Update Time : ০১:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
  • / 221

 

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী):

নীলফামারীর ডোমারে বিজয়া দশমিতে দেবী দূর্গা বিসর্জনের শেষ মূহুর্তে পূজা মন্ডপে সিদুর খেলায় মেতে উঠেছে বিবাহিত নারীরা।

সোমবার (২৬শে অক্টোবর) সন্ধায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙ্গালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। বিজয়া দশমি উপলক্ষে ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরে দেবী দূর্গার চরণে সিঁদুর দিয়ে সিঁদুর খেলায় মেতে উঠেছেন বিবাহিত নারীরা।

শেষ মূহুর্তে চলছে দেবীকে বিদায়ের নানা আয়োজন। ডোমার উপজেলার ৯৭টি পুজা মন্ডপে এবারে পুজা উৎযাপিত হয়েছে। কোভিড(১৯) করোনা ভাইরাস সংক্রমনের কারনে গত বছরের তুলনায় এবারে পুজা মন্ডপে লোকজনের সমাগম ছিল খুবেই কম। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ছিল স্বাভাবিক, উপজেলার কোথাও কোন আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি।

শ্রীমতি দূর্গাদেবীসহ কোন দেবতাকেই মান্য করতেন না হিন্দু ধর্মের দেবতা অশুর। অশুর নিজেকে দেবতা দাবী করে অন্য দেবতাদের হেয় প্রতিপন্ন করে থাকেন। তাই তাকে বধ করতে উঠে পড়ে লাগে তার মামী ঠাকুরান দূর্গাদেবী। দূর্গা দেবী দশ হাতে ত্রিশুল,নাগ সাপ,বাঘ,খড়গ,(দা) দিয়ে আক্রমন করে ভাগিনা অশুরকে।

দূর্গা দেবীর পাশে দন্ডায়মান রয়েছে –ময়ুর,লক্ষী,স্বরস্বতী,কার্তিক সহ অন্যান্য দেবতারা। এ কথাগুলো বললেন ডোমার উপজেলার এক প্রবীন সনাতন ধর্মালম্বী ব্যক্তি।

ডোমার সন্যাসী মন্দিরের পুরোহিত বিজন চন্দ্র চক্রবর্তী জানায়, দেবী দূর্গা এবার দোলায় চড়ে মর্ত্যে আগমন করেছেন, এবং গজে (হাতীতে) চড়ে প্রস্থান করবেন। তিনি আরও বলেন , দেবী দূর্গা এবার দূর্ভিক্ষ আর মহামারির বার্তা নিয়ে আসলেও সুজলা, সুফলা,শস্য-শ্যামলা ধরণীর বার্তা দিয়ে যাবেন।

উপজেলা পূজা উৎযাপন কমিটির আহবায়ক রামকৃষ্ণ বর্মন বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে,স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এবারে পূজা উৎযাপন করা হয়েছে। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে শেষ মূহুর্তে দূর্গা মাকে বিদায়ের প্রক্কালে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে ডোমার থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ডোমারে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবেই ভালো।, আমাদের প্রত্যেকটা বিট অফিসার তাদের নিয়ন্ত্রনাধীন প্রত্যেকটি পূঁজা মন্ডবে তাদের অর্পিত দ্বায়িত্ব পালন করছে এবং আইন-শৃঙ্খলার যেন কোন অবনতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে। পাশাপাশি আমি নিজেও প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেছি।

Tag :

Please Share This Post in Your Social Media


পূজা মন্ডপে সিঁদুর খেলায় মেতেছে নারীরা

Update Time : ০১:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০

 

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার (নীলফামারী):

নীলফামারীর ডোমারে বিজয়া দশমিতে দেবী দূর্গা বিসর্জনের শেষ মূহুর্তে পূজা মন্ডপে সিদুর খেলায় মেতে উঠেছে বিবাহিত নারীরা।

সোমবার (২৬শে অক্টোবর) সন্ধায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে বাঙ্গালী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। বিজয়া দশমি উপলক্ষে ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরে দেবী দূর্গার চরণে সিঁদুর দিয়ে সিঁদুর খেলায় মেতে উঠেছেন বিবাহিত নারীরা।

শেষ মূহুর্তে চলছে দেবীকে বিদায়ের নানা আয়োজন। ডোমার উপজেলার ৯৭টি পুজা মন্ডপে এবারে পুজা উৎযাপিত হয়েছে। কোভিড(১৯) করোনা ভাইরাস সংক্রমনের কারনে গত বছরের তুলনায় এবারে পুজা মন্ডপে লোকজনের সমাগম ছিল খুবেই কম। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ছিল স্বাভাবিক, উপজেলার কোথাও কোন আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি।

শ্রীমতি দূর্গাদেবীসহ কোন দেবতাকেই মান্য করতেন না হিন্দু ধর্মের দেবতা অশুর। অশুর নিজেকে দেবতা দাবী করে অন্য দেবতাদের হেয় প্রতিপন্ন করে থাকেন। তাই তাকে বধ করতে উঠে পড়ে লাগে তার মামী ঠাকুরান দূর্গাদেবী। দূর্গা দেবী দশ হাতে ত্রিশুল,নাগ সাপ,বাঘ,খড়গ,(দা) দিয়ে আক্রমন করে ভাগিনা অশুরকে।

দূর্গা দেবীর পাশে দন্ডায়মান রয়েছে –ময়ুর,লক্ষী,স্বরস্বতী,কার্তিক সহ অন্যান্য দেবতারা। এ কথাগুলো বললেন ডোমার উপজেলার এক প্রবীন সনাতন ধর্মালম্বী ব্যক্তি।

ডোমার সন্যাসী মন্দিরের পুরোহিত বিজন চন্দ্র চক্রবর্তী জানায়, দেবী দূর্গা এবার দোলায় চড়ে মর্ত্যে আগমন করেছেন, এবং গজে (হাতীতে) চড়ে প্রস্থান করবেন। তিনি আরও বলেন , দেবী দূর্গা এবার দূর্ভিক্ষ আর মহামারির বার্তা নিয়ে আসলেও সুজলা, সুফলা,শস্য-শ্যামলা ধরণীর বার্তা দিয়ে যাবেন।

উপজেলা পূজা উৎযাপন কমিটির আহবায়ক রামকৃষ্ণ বর্মন বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে,স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে এবারে পূজা উৎযাপন করা হয়েছে। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে শেষ মূহুর্তে দূর্গা মাকে বিদায়ের প্রক্কালে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে ডোমার থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ডোমারে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবেই ভালো।, আমাদের প্রত্যেকটা বিট অফিসার তাদের নিয়ন্ত্রনাধীন প্রত্যেকটি পূঁজা মন্ডবে তাদের অর্পিত দ্বায়িত্ব পালন করছে এবং আইন-শৃঙ্খলার যেন কোন অবনতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে। পাশাপাশি আমি নিজেও প্রতিটি পুজা মন্ডপ পরিদর্শন করেছি।