নীলফামারীতে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান

- Update Time : ১২:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / 184
মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আজ ২৬ অক্টোবর শুভ বিজয়াদশমীর দিনে সনাতন ধর্মাবলম্বী দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।
.
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার, জেলা পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
.
জেলা প্রশাসক এসময় সনাতন ধর্মাবলম্বী সকলকে শুভ বিজয়াদশমীর শুভেচ্ছা জানান এবং সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বিজয়া দশমী উদযাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
.
এদিকে জেলা প্রশাসনের সহযোগিতায় ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় এর তত্ত্বাবধানে উপজেলা হলরুমে শুভ বিজয়া উপলক্ষে ১০০ জন অসহায় ও গরীব সনাতন ধর্মাবলম্বীর মাঝে ৫০০ কেজি চাউল খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
.
এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সহকারী প্রকৌশলী ত্রাণ কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মুহিত কুমার রায় প্রমুখ।
Tag :