পদ্মায় মা ইলিশ নিধনকালে আটক ১৪

  • Update Time : ০৭:১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • / 200
নিজস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মায় ইলিশ শিকারের সময় এক লাখ মিটার জাল ও তিন ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ। পদ্মার বিভিন্ন পয়েন্টে তারা ইলিশ শিকারের জন্য জাল ফেলেছিলেন।

বুধবার (১৪ অক্টোবর) গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
.
এ বিষয়ে জেলা মৎস্য অফিসার সুনির মন্ডল জানান, জেলার লৌহজং, টঙ্গীবাড়ি, শ্রীনগর, মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় এই অভিযান চলমান। নিষেধাজ্ঞা অমান্য করে ছেলেরা নদীতে জাল ফেলছে এমন অভিযোগে অভিযান এবং সচেতনতা চলছে।
.
লৌহজং উপজেলায় জোর অভিযান চললেও অন্য উপজেলাগুলোতে এখনো ঢিলেঢালা অবস্থা বলে জানিয়েছেন স্থানীয়রা। তাই ইলিশ নিধন পুরোপুরি বন্ধ হয়নি।
.
এদিকে জব্দ করা এক লাখ মিটার জাল পদ্মাপারে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। নৌকা তিনটি নিলামের জন্য রাখা হয়েছে।
.
অভিযানে নেতৃত্ব দেয়া মুন্সীগঞ্জের মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের বিচার করা হচ্ছে।
.
এদিকে জেলায় নিবন্ধনকৃত জেলের সংখ্যা প্রায় ১০ হাজার সেখানে ২০ কেজি করে চাল বরাদ্দ হয়েছে প্রায় ৩ হাজার জেলের নামে। তালিকায় ভুলের কারণে বাকি জেলেরা বাদ পড়েছে বলে জেলা মৎস্য অফিসার জানান।

Tag :

Please Share This Post in Your Social Media


পদ্মায় মা ইলিশ নিধনকালে আটক ১৪

Update Time : ০৭:১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মায় ইলিশ শিকারের সময় এক লাখ মিটার জাল ও তিন ট্রলারসহ ১৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ। পদ্মার বিভিন্ন পয়েন্টে তারা ইলিশ শিকারের জন্য জাল ফেলেছিলেন।

বুধবার (১৪ অক্টোবর) গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
.
এ বিষয়ে জেলা মৎস্য অফিসার সুনির মন্ডল জানান, জেলার লৌহজং, টঙ্গীবাড়ি, শ্রীনগর, মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় এই অভিযান চলমান। নিষেধাজ্ঞা অমান্য করে ছেলেরা নদীতে জাল ফেলছে এমন অভিযোগে অভিযান এবং সচেতনতা চলছে।
.
লৌহজং উপজেলায় জোর অভিযান চললেও অন্য উপজেলাগুলোতে এখনো ঢিলেঢালা অবস্থা বলে জানিয়েছেন স্থানীয়রা। তাই ইলিশ নিধন পুরোপুরি বন্ধ হয়নি।
.
এদিকে জব্দ করা এক লাখ মিটার জাল পদ্মাপারে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। নৌকা তিনটি নিলামের জন্য রাখা হয়েছে।
.
অভিযানে নেতৃত্ব দেয়া মুন্সীগঞ্জের মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের বিচার করা হচ্ছে।
.
এদিকে জেলায় নিবন্ধনকৃত জেলের সংখ্যা প্রায় ১০ হাজার সেখানে ২০ কেজি করে চাল বরাদ্দ হয়েছে প্রায় ৩ হাজার জেলের নামে। তালিকায় ভুলের কারণে বাকি জেলেরা বাদ পড়েছে বলে জেলা মৎস্য অফিসার জানান।