নড়াইলে ঊষার আলোর ক্যারিয়ার এইড প্রোগ্রাম অনুষ্ঠিত

- Update Time : ০৬:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
- / 223
নড়াইল সংবাদদাতা:
নড়াইলে ঊষার আলো ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ক্যারিয়ার এইড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৪.৩০ মিনিটে নড়াইল শহরের এক মিলনায়তনে নড়াইলের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার জন্য দিকনির্দেশনা দেয়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সবুজ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সুরাইয়া ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রীতি মিত্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া বুলবুল, কেয়ারগিভারস ইন্সটিটিউটের পরিচালক মোঃ আব্দুল করিম প্রমুখ।
করোনাকালীন সঙ্কটে কীভাবে লেখাপড়া চালিয়ে যাওয়া যায়, ভবিষ্যতে কীভাবে ভার্সিটি এডমিশন পরীক্ষায় ভালো করা যায় ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা দেন বক্তারা। এ সময় সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিক তুলে ধরেও আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, ঊষার আলো ক্যারিয়ার ক্লাব নড়াইলের জনপ্রিয় সামাজিক সংগঠন ঊষার আলো সমাজকল্যাণ সংঘ কর্তৃক পরিচালিত। ঊষার আলো দীর্ঘদিন ধরে নড়াইলে নানারকম সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।